সাউথ আফ্রিকার বোক্সবার্গে গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২০

- আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
- / 10
পুবের কলম, ওয়েবডেস্ক: সাউথ আফ্রিকা বোক্সবার্গে ভয়াবহ বিস্ফোরণ। সিলিন্ডার ফেটে মৃত্যুর ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে ওঠে চারদিক। কাছাকাছি একটি হাসপাতালেও আগুন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন।
স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছেন, একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটেছে। এই পর্যায়ে আমরা নিশ্চিত করতে পারি যে গুরুতর জখম এবং বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
BREAKING: Multiple killed, injured after truck carrying LP gas explodes in Boksburg, South Africa; nearby hospital on fire – The Citizen pic.twitter.com/4dN35sPREC
— BNO News (@BNONews) December 24, 2022
courtesy twitter
(বিস্তারিত আসছে)