২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভিন রাজ্যে ‘অত্যাচার’-এর শিকার? হরিয়ানা থেকে ফিরে এলেন ২০০ বাঙালি পরিযায়ী শ্রমিক

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার
  • / 1

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই নেমে আসছে পুলিশি নির্যাতন। দফায় দফায় চলছে হয়রানি, এই অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে হরিয়ানার গুরগাঁও থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এলেন। সোমবার সন্ধ্যায় গুরগাঁও থেকে তিনটি বাস ভাড়া করে বংশীহারীতে ফিরে এসেছেন প্রায় ২০০ জন পরিযায়ী শ্রমিক।

পরিযায়ী শ্রমিকদের দাবি, ভিনরাজ্যে কাজ করা এখন তাঁদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। বাংলায় কথা বললেই তাঁদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। কাগজ দেখালেও তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এই পরিযায়ী শ্রমিকরা।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভিন রাজ্যে ‘অত্যাচার’-এর শিকার? হরিয়ানা থেকে ফিরে এলেন ২০০ বাঙালি পরিযায়ী শ্রমিক

আপডেট : ২৮ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বললেই নেমে আসছে পুলিশি নির্যাতন। দফায় দফায় চলছে হয়রানি, এই অভিযোগ তুলে গত কয়েকদিন ধরেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই মধ্যে হরিয়ানার গুরগাঁও থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বহু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরে এলেন। সোমবার সন্ধ্যায় গুরগাঁও থেকে তিনটি বাস ভাড়া করে বংশীহারীতে ফিরে এসেছেন প্রায় ২০০ জন পরিযায়ী শ্রমিক।

পরিযায়ী শ্রমিকদের দাবি, ভিনরাজ্যে কাজ করা এখন তাঁদের জন্য বিপজ্জনক হয়ে যাচ্ছে। বাংলায় কথা বললেই তাঁদের পরিচয়পত্র খতিয়ে দেখা হচ্ছে। কাগজ দেখালেও তাঁদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এই পরিযায়ী শ্রমিকরা।