২ দিনে ইউক্রেনে ২০০ ড্রোন হামলা চালাল রুশ সেনা

- আপডেট : ২ জানুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 39
কিয়েভ, ২ জানুয়ারি: নতুন বছরের শুরুতেই ইউক্রেনকে কঠিন বার্তা দিল রাশিয়া। গত দুই দিনে ইউক্রেনজুড়ে প্রায় দুই শতাধিক ড্রোন হামলা চালিয়েছে পুতিনের সেনাবাহিনী। এসব হামলায়, কমপক্ষে অর্ধ-শতাধিক ইউক্রেনীয় সেনা সদস্য ও বেশকিছু অসামরকি নাগরিক নিহত হয়েছে, আহত শতাধিক। মঙ্গলবার ভোরেও ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, মঙ্গলবার সকালে শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কিয়েভের ডেসনিয়ানস্কি জেলায় কিছু স্থাপনায় আগুন ধরে যায়। সর্বশেষ এই রুশ হামলার পর কিয়েভ ছাড়াও খেরসন এবং মাইকোলাইভ ও অন্যান্য শহরেও বিমান সতর্কতা জারি করে ইউক্রেনের প্রতিরক্ষাবাহিনী।
দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভের মেয়র বলেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন ভূপাতিত করেছে, তবে কিছু ধ্বংসাবশেষ থেকে আগুন লেগেছে। এর আগে সোমবার নতুন বছরের শুরুতেই, ইউক্রেনে ৯০টি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। পশ্চিম ইউক্রেনের লাভিভ শহরে রুশ ড্রোনের আঘাতে একটি মিউজিয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে রুশ নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালায় কিয়েভ। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ইউক্রেনের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে শতাধিক শক্তিশালী মিসাইল ছোঁড়ে রাশিয়া। এর একদিন পরেই রাশিয়ার ভেতরেও মিসাইল হামলা চালায় ইউক্রেন। রুশ বাহিনীর চালানো হামলায় ইউক্রেনের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন, রুশদের মোকাবিলায় নতুন বছরে ব্যাপক হারে অস্ত্র উৎপাদন করবে তার দেশ। এছাড়া ১০ লক্ষ ড্রোন কেনার পরিকল্পনা নিয়েছে ইউক্রেন।