২০ হাজার আবেদনপত্র বাদ পড়ল এসএসসিতে

- আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 68
পুবের কলম ওয়েবডেস্ক : আগামী রবিবার প্রথম পর্যায়ের এসএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা। তার আগে সমস্ত প্রস্তুতিপর্ব সম্পন্ন করেছে রাজ্য সরকার। এদিকে, অযোগ্য’দের তালিকায় নাম থাকা আবেদনকারীদের অ্যাডমিট কার্ড বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। শুধু তা-ই নয়, আবেদনে ত্রুটি থাকায় ঝাড়াই-বাছাই পর্বে বাদ পড়েছে আরও অনেক নাম।
এ ছাড়া, আরও নানা কারণে অনেক আবেদনকারীর আবেদনপত্রও বাতিল করেছে এসএসসি। নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদনকারীদের মধ্যে সব মিলিয়ে এখনও পর্যন্ত ২০ হাজার আবেদনপত্র বাতিল হয়েছে বলে এসএসসি সূত্রে খবর। কমিশন সূত্রে খবর, প্রথমে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছিল পাঁচ লক্ষ ৮৫ হাজার। তবে ঝাড়াই-বাছাইয়ের পর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫ লক্ষ ৬৫ হাজার।
কী ভাবে ২০ হাজার আবেদনপত্র বাদ পড়ল, এ বিষয়ে কমিশনের ওই কর্তার ব্যাখ্যা, অনেক ক্ষেত্রে একই অযোগ্য’ চাকরিপ্রার্থী নবম-দশম এবং একাদশ-দ্বাদশ উভয় স্তরের জন্যই আবেদন করেছিলেন। তাই মোট অযোগ্যে’র সংখ্যার তুলনায় বাতিল হওয়া অ্যাডমিট কার্ডের সংখ্যা বেশি।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গত ৩০ আগস্ট অযোগ্য’দের তালিকা প্রকাশ করে। প্রথম পর্যায়ের সেই তালিকায় নাম ছিল ১৮০৬ জনের। কমিশন সূত্রে জানা যায়, তাঁদের মধ্যে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চেয়ে আবেদন করেছিলেন। তবে শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, ‘দাগি অযোগ্য’রা আর পরীক্ষায় বসতে পারবেন না। সেই কারণে তালিকায় নাম থাকা আবেদনকারীদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করে কমিশন।
এসএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, মোট ১৪০০ অযোগ্যে’র অ্যাডমিট কার্ড তারা বাতিল করেছে। এর মধ্যে কতজন নবম দশম ও কতজন একাদশ দ্বাদশের আবেদন করেছিলেন অযোগ্যদের মধ্য থেকে তাদের নামের তালিকা দিয়েও বাতিল করা হয়েছে।