০১ নভেম্বর ২০২৫, শনিবার, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বাংলার সিইও দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ, নতুন সাইটে মিলবে ২০০২ সালের ভোটার তালিকা
কিবরিয়া আনসারি
- আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 148
পুবের কলম, ওয়েবডেস্ক: বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের পুরনো ওয়েবসাইট বন্ধ করে নতুন ওয়েবসাইট চালু করা হয়েছে। নতুন সাইটের ঠিকানা — https://ceowestbengal.wb.gov.in/। এখান থেকেই এখন দেখা যাবে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার তালিকা এবং করা যাবে SIR সংক্রান্ত সব কাজ।
২৭ অক্টোবর SIR প্রক্রিয়া ঘোষণার পরদিন থেকেই পুরনো ওয়েবসাইটটি নিষ্ক্রিয় হয়ে পড়ায় নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেকেই ২০০২ সালের ভোটার তালিকা দেখতে পারছিলেন না।
নতুন সাইটে গিয়ে জেলার নাম, বিধানসভা এবং বুথ নির্বাচন করলেই পাওয়া যাবে পুরনো ভোটার তালিকা। তবে যেসব কেন্দ্রের একাধিক বুথ রয়েছে, সেক্ষেত্রে সঠিক বুথ নম্বর না জানলে পুরো কেন্দ্রের তালিকা খুঁজে দেখতে হবে।











































