০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হজযাত্রীদের সেবায়  ২২ হাজার নয়া কর্মী

ইমামা খাতুন
  • আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার
  • / 72

পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা  হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে নতুন করে ২২ হাজার কর্মী নিয়োগ দিয়েছে মক্কা মিউনিসিপ্যালিটি।

সরকারি মুখপাত্র ও সামা জাইতুনি জানান, হজযাত্রীদের উন্নতমানের সেবা দিতে মক্কা পৌরসভা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। হজযাত্রীদের জননিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিরীক্ষণের জন্য সর্বোচ্চ মানের ব্যবস্থাপনা রয়েছে। মক্কার ১৩টি উপ-পৌরসভা, ২৮টি কেন্দ্রসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের সেবা দিতে অতিরিক্ত ২২ হাজার লোক নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

করোনা মহামারির পর এবারই প্রথম বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২১ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সউদি আরবে আসতে শুরু করেন। আশা করা হচ্ছে, এবার ২০ লক্ষেরও বেশি মানুষ হজ পালন করবেন, যার মধ্যে বিভিন্ন দেশ থেকে ১২ লক্ষেরও বেশি হজযাত্রী থাকবেন।

আরও পড়ুন: কে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে, ভাসছে একাধিক নাম

হজের পবিত্র স্থানগুলোতে হাজিদের ব্যবস্থাপনার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। পবিত্র হজ পালনকালে মিনা, আরাফা ও মুজদালিফায় অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মহাকুম্ভে মহাবিপর্যয়: গাফিলতির অভিযোগে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

মসজিদুল হারাম থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মক্কা ও মুজদালিফার মধ্যে মিনা অবস্থিত। এখানে শুধুমাত্র হজের সময় মানুষ বসবাস করতে পারে। ইতিমধ্যে এসব স্থানের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ দিকে রয়েছে।

মিনায় কর্মরত এক সংস্থার সুপারভাইজার মোস্তফা হাদি জানান, মিনায় হজযাত্রীদের জন্য আধুনিক তাঁবুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। তা ছাড়া বিদ্যুৎ, প্লাম্বিং, ক্যাম্পের ভেতর টয়লেট স্থাপন ও প্রয়োজনীয় সাজসজ্জার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে তাঁবুর শহরে হজযাত্রীদের জন্য বিছানা, কম্বলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এনে রাখা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হজযাত্রীদের সেবায়  ২২ হাজার নয়া কর্মী

আপডেট : ১ জুন ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: চলতি বছরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা  হজযাত্রীদের সর্বোচ্চ মানের সেবা দিতে নতুন করে ২২ হাজার কর্মী নিয়োগ দিয়েছে মক্কা মিউনিসিপ্যালিটি।

সরকারি মুখপাত্র ও সামা জাইতুনি জানান, হজযাত্রীদের উন্নতমানের সেবা দিতে মক্কা পৌরসভা সব ধরনের প্রস্তুতি নিয়েছে। হজযাত্রীদের জননিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিরীক্ষণের জন্য সর্বোচ্চ মানের ব্যবস্থাপনা রয়েছে। মক্কার ১৩টি উপ-পৌরসভা, ২৮টি কেন্দ্রসহ বিভিন্ন স্থানে হজযাত্রীদের সেবা দিতে অতিরিক্ত ২২ হাজার লোক নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

করোনা মহামারির পর এবারই প্রথম বৃহৎ পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ২১ মে থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সউদি আরবে আসতে শুরু করেন। আশা করা হচ্ছে, এবার ২০ লক্ষেরও বেশি মানুষ হজ পালন করবেন, যার মধ্যে বিভিন্ন দেশ থেকে ১২ লক্ষেরও বেশি হজযাত্রী থাকবেন।

আরও পড়ুন: কে বসবেন দিল্লির মুখ্যমন্ত্রীর কুরসিতে, ভাসছে একাধিক নাম

হজের পবিত্র স্থানগুলোতে হাজিদের ব্যবস্থাপনার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। পবিত্র হজ পালনকালে মিনা, আরাফা ও মুজদালিফায় অবস্থান খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: মহাকুম্ভে মহাবিপর্যয়: গাফিলতির অভিযোগে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে

মসজিদুল হারাম থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মক্কা ও মুজদালিফার মধ্যে মিনা অবস্থিত। এখানে শুধুমাত্র হজের সময় মানুষ বসবাস করতে পারে। ইতিমধ্যে এসব স্থানের প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় শেষ দিকে রয়েছে।

মিনায় কর্মরত এক সংস্থার সুপারভাইজার মোস্তফা হাদি জানান, মিনায় হজযাত্রীদের জন্য আধুনিক তাঁবুর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে রয়েছে। তা ছাড়া বিদ্যুৎ, প্লাম্বিং, ক্যাম্পের ভেতর টয়লেট স্থাপন ও প্রয়োজনীয় সাজসজ্জার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে তাঁবুর শহরে হজযাত্রীদের জন্য বিছানা, কম্বলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এনে রাখা হবে।