২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

২৩প্রজাতির হিংস্র কুকুর পোষা নিষিদ্ধ হচ্ছে,রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল কেন্দ্র

শফিকুল ইসলাম
  • আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার
  • / 19

পুবের কলম ওয়েব ডেস্ক:
নয়া দিল্লি: সম্প্রতি ভারতে বেশ কিছু ঘটনাকে শিরোনামে এসেছে যেখানে দেখা গিয়েছে কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে পথচারি থেকে শিশুদের। ২০২৩ সালে হিংস্র কুকুর নিয়ে সরকারকে আলোচনা করে, পদক্ষেপ নিতে বলেছিল আদালত, এরপরই নড়েচড়ে বসেছিল কেন্দ্র। এবার নাগরিক সংগঠন, পশু প্রেমী সংগঠনগুলির সঙ্গে কথা বলে সরকার জানিয়েছে, হিংস্র জাতের কুকুর বিক্রি, প্রজনন ও আমাদানিতে নিষেধাজ্ঞা জারি করা হবে।
কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের এক কমিটি ‘হিংস্রজাতীয়’ পোষ্য কুকুরের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে।
কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক এবং পশুকল্যাণ বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি এই সুপারিশ পাঠিয়েছে। পশুপালন মন্ত্রকের তরফে সব রাজ্যকে এই মর্মে চিঠিও পাঠিয়ে দিয়েছে। তাতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে যেন এ জাতীয় কুকুর পোষার লাইসেন্স, বিক্রির অনুমতি এবং জন্মরোধে ব্যবস্থা নেওয়া হয়।এই সমস্ত কুকুরকে মানবজীবনের পক্ষে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করে ২৩টি হিংস্র কুকুরের একটি তালিকা দেওয়া হয়েছে। এই কুকুরের আমদানি থেকে ক্রস ব্রিডিংও নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র। মন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের এ ধরনের কুকুর পোষা নিষিদ্ধ করার নির্দেশ পৌঁছে গিয়েছে।
যেসব কুকুর পোষা নিষিদ্ধ হচ্ছে,তার তালিকায় রয়েছে,পিটবুল টেরিয়ার,টোসা ইনু,,আমেরিকান স্ট্যাফোর্ডশ্যারার টেরিয়ার,ফিলা ব্রাসেইলেইরো,ডোগো আর্জেন্তিনো,আমেরিকান বুলডগ,বোরবেয়েল,,ক্যানগাল,সেন্ট্রাল এশিয়ান শেপার্ড ডগ,ককেশিয়ান শেপার্ড ডগ,সাউথ রাশিয়ান শেপার্ড,টোর্নজ্যাক,সারপ্ল্যানিয়াক,জাপানিজ তোসা,আকিটা, মাসটিফ, রটওয়েলার, টেরিয়ার, রোডেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিও, আকবাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেনি কোর্সো সহ সমতুল্য কুকুর নিষিদ্ধ তালিকায় আছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২৩প্রজাতির হিংস্র কুকুর পোষা নিষিদ্ধ হচ্ছে,রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল কেন্দ্র

আপডেট : ১৫ মার্চ ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক:
নয়া দিল্লি: সম্প্রতি ভারতে বেশ কিছু ঘটনাকে শিরোনামে এসেছে যেখানে দেখা গিয়েছে কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে পথচারি থেকে শিশুদের। ২০২৩ সালে হিংস্র কুকুর নিয়ে সরকারকে আলোচনা করে, পদক্ষেপ নিতে বলেছিল আদালত, এরপরই নড়েচড়ে বসেছিল কেন্দ্র। এবার নাগরিক সংগঠন, পশু প্রেমী সংগঠনগুলির সঙ্গে কথা বলে সরকার জানিয়েছে, হিংস্র জাতের কুকুর বিক্রি, প্রজনন ও আমাদানিতে নিষেধাজ্ঞা জারি করা হবে।
কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের এক কমিটি ‘হিংস্রজাতীয়’ পোষ্য কুকুরের উপর নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দিয়েছে।
কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক এবং পশুকল্যাণ বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই কমিটি এই সুপারিশ পাঠিয়েছে। পশুপালন মন্ত্রকের তরফে সব রাজ্যকে এই মর্মে চিঠিও পাঠিয়ে দিয়েছে। তাতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে যেন এ জাতীয় কুকুর পোষার লাইসেন্স, বিক্রির অনুমতি এবং জন্মরোধে ব্যবস্থা নেওয়া হয়।এই সমস্ত কুকুরকে মানবজীবনের পক্ষে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করে ২৩টি হিংস্র কুকুরের একটি তালিকা দেওয়া হয়েছে। এই কুকুরের আমদানি থেকে ক্রস ব্রিডিংও নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র। মন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের এ ধরনের কুকুর পোষা নিষিদ্ধ করার নির্দেশ পৌঁছে গিয়েছে।
যেসব কুকুর পোষা নিষিদ্ধ হচ্ছে,তার তালিকায় রয়েছে,পিটবুল টেরিয়ার,টোসা ইনু,,আমেরিকান স্ট্যাফোর্ডশ্যারার টেরিয়ার,ফিলা ব্রাসেইলেইরো,ডোগো আর্জেন্তিনো,আমেরিকান বুলডগ,বোরবেয়েল,,ক্যানগাল,সেন্ট্রাল এশিয়ান শেপার্ড ডগ,ককেশিয়ান শেপার্ড ডগ,সাউথ রাশিয়ান শেপার্ড,টোর্নজ্যাক,সারপ্ল্যানিয়াক,জাপানিজ তোসা,আকিটা, মাসটিফ, রটওয়েলার, টেরিয়ার, রোডেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিও, আকবাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেনি কোর্সো সহ সমতুল্য কুকুর নিষিদ্ধ তালিকায় আছে।