২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রোগীর চোখ থেকে বের হল ২৩ টি কন্টাক্ট লেন্স

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার
  • / 42

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘কন্টাক্ট লেন্স’ আজকাল ফ্যাশানের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কমবেশি সকলেই এটি পরে। কেউ চোখের সৌন্দর্য বাড়াতে আর কেউ মেডিক্যাল ইস্যুতে এই লেন্স পরে থাকে।

তবে বর্তমান সময়ে চোখে বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন নারী-পুরুষ উভয়ই। যদিও নারীরা এক্ষেত্রে এগিয়ে আছেন বলেই সমীক্ষায় জানা গেছে।

আরও পড়ুন: আরজি করের তরুণী চিকিৎসকের মা-বাবার হাতে শংসাপত্র, তুলে দিলেন স্বাস্থ্যসচিব

উল্লেখ্য, কনের সাজ থেকে শুরু করে ঘরোয়া সাজেও আজকাল সবাই কন্টাক্ট লেন্স পরে চোখের সৌন্দর্য বাড়াচ্ছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ সম্প্রতি একজন রোগীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করার একটি ভিডিও পোস্ট করেছেন ইন্টারনেটে। আর কিছু সময় পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ভিউ একলাফে বেড়ে গিয়ে হয় ২৩ মিলিয়ন।

আরও পড়ুন: R.G. Kar মামলায় গতি! ৭ জন নার্সকে তলব সিবিআইয়ের

আসল ঘটনা হল, ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একজন চোখের ডাক্তার ক্যাটেরিনা কুর্টিভা। গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় অতি যত্ন সহকারে রোগীর চোখ থেকে একের পর এক কন্টাক্ট লেন্স বার করছেন তিনি। একে একে ২৩টি লেন্স বের করেছেন বলে তার দাবি।

আরও পড়ুন: ফার্মা কোম্পানিগুলির কাছ থেকে উপহার নিতে পারবেন না চিকিৎসকেরা, একগুচ্ছ নিয়ম জারি এনএমসি-র

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছে একটি বয়স্ক মহিলা। তিনি দিনের পর দিন লেন্স পরেছেন তো ঠিকই কিন্তু সেটি বার করতে ভুলে যেতেন। কখনও বা লেন্স পরে ঘুমিয়ে পড়তেন। একদিন হঠাৎ চোখে ব্যথা ওঠায় ডাক্তারের কাছে যান। আর চিকিৎসার পর সেখানেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য।

তবে এই ঘটনা এক দুই দিনের নয়, মাস বা বছর ধরে ঘটে হয়েছে। কন্টাক্ট লেন্সগুলো জমতে জমতে চোখের পেছনে- অর্থাৎ ভেতরের দিকে জড়ো হয়ে গিয়েছিল।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রোগীর চোখ থেকে বের হল ২৩ টি কন্টাক্ট লেন্স

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ‘কন্টাক্ট লেন্স’ আজকাল ফ্যাশানের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কমবেশি সকলেই এটি পরে। কেউ চোখের সৌন্দর্য বাড়াতে আর কেউ মেডিক্যাল ইস্যুতে এই লেন্স পরে থাকে।

তবে বর্তমান সময়ে চোখে বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন নারী-পুরুষ উভয়ই। যদিও নারীরা এক্ষেত্রে এগিয়ে আছেন বলেই সমীক্ষায় জানা গেছে।

আরও পড়ুন: আরজি করের তরুণী চিকিৎসকের মা-বাবার হাতে শংসাপত্র, তুলে দিলেন স্বাস্থ্যসচিব

উল্লেখ্য, কনের সাজ থেকে শুরু করে ঘরোয়া সাজেও আজকাল সবাই কন্টাক্ট লেন্স পরে চোখের সৌন্দর্য বাড়াচ্ছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ সম্প্রতি একজন রোগীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করার একটি ভিডিও পোস্ট করেছেন ইন্টারনেটে। আর কিছু সময় পর সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ভিউ একলাফে বেড়ে গিয়ে হয় ২৩ মিলিয়ন।

আরও পড়ুন: R.G. Kar মামলায় গতি! ৭ জন নার্সকে তলব সিবিআইয়ের

আসল ঘটনা হল, ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একজন চোখের ডাক্তার ক্যাটেরিনা কুর্টিভা। গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় অতি যত্ন সহকারে রোগীর চোখ থেকে একের পর এক কন্টাক্ট লেন্স বার করছেন তিনি। একে একে ২৩টি লেন্স বের করেছেন বলে তার দাবি।

আরও পড়ুন: ফার্মা কোম্পানিগুলির কাছ থেকে উপহার নিতে পারবেন না চিকিৎসকেরা, একগুচ্ছ নিয়ম জারি এনএমসি-র

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটিয়েছে একটি বয়স্ক মহিলা। তিনি দিনের পর দিন লেন্স পরেছেন তো ঠিকই কিন্তু সেটি বার করতে ভুলে যেতেন। কখনও বা লেন্স পরে ঘুমিয়ে পড়তেন। একদিন হঠাৎ চোখে ব্যথা ওঠায় ডাক্তারের কাছে যান। আর চিকিৎসার পর সেখানেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য।

তবে এই ঘটনা এক দুই দিনের নয়, মাস বা বছর ধরে ঘটে হয়েছে। কন্টাক্ট লেন্সগুলো জমতে জমতে চোখের পেছনে- অর্থাৎ ভেতরের দিকে জড়ো হয়ে গিয়েছিল।