০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহারাষ্ট্রে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩ শিশু সহ  ঝলসে মৃত্যু ২৬ জনের, শোকজ্ঞাপন মোদির

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার
  • / 6

পুবের কলম, ওয়েবডেস্ক: এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মহারাষ্ট্রে ঝলসে মৃত্যু হল ২৬  জনের। অভিশপ্ত বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, বাসটি পুনের দিকে যাচ্ছিল। রাত দেড়টা নাগাদ সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে তিন শিশু। বাসটিতে আগুন ধরে যায়। আটজন আহত হয়েছে বলে খবর।

পুলিশ জানিয়েছে, বুলধানা জেলার এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক জানিয়েছেন, যে বাসটির টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় সব যাত্রীরাই ঘুমোচ্ছিলেন। ফলে কেউ বাস থেকে বের হতে পারেনি।

পুলিশ সুপার সুনীল কাদসানি জানিয়েছেন,  (বুলধানা) ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যুর হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। চালককে হেফাজতে নেওয়া হয়েছে। দেহগুলিকে শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায়  কম খরচে আহতের চিকিৎসার নির্দেশ দিয়েছেন শিন্ডে।

উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন দেহগুলি বিকৃত হয়ে গেছে। দেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফড়ণবীশদুর্ঘটনা রোধে এক্সপ্রেসওয়েতে একটি স্মার্ট সিস্টেম বসানো হচ্ছে বলে জানান তিনি। সিস্টেমটি যানবাহনের গতি পরীক্ষা করবে এবং তাদের সতর্ক করবে। তবে এতে কিছুটা সময় লাগবে। তবে এই সিস্টেম চালু না হওয়া পর্যন্ত রাতে দুর্ঘটনা এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করা দরকার সে সম্পর্কে আমাদের টোল বুথে চালকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহারাষ্ট্রে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ৩ শিশু সহ  ঝলসে মৃত্যু ২৬ জনের, শোকজ্ঞাপন মোদির

আপডেট : ১ জুলাই ২০২৩, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মহারাষ্ট্রে ঝলসে মৃত্যু হল ২৬  জনের। অভিশপ্ত বাসটিতে প্রায় ৩৩ জন যাত্রী ছিলেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, বাসটি পুনের দিকে যাচ্ছিল। রাত দেড়টা নাগাদ সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটে। মৃতদের মধ্যে তিন শিশু। বাসটিতে আগুন ধরে যায়। আটজন আহত হয়েছে বলে খবর।

পুলিশ জানিয়েছে, বুলধানা জেলার এক্সপ্রেসওয়ের একটি খুঁটিতে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যায় এবং আগুন ধরে যায়। ঘটনায় বেঁচে যাওয়া বাসের চালক জানিয়েছেন, যে বাসটির টায়ার ফেটে খুঁটির সঙ্গে ধাক্কা লেগেছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় সব যাত্রীরাই ঘুমোচ্ছিলেন। ফলে কেউ বাস থেকে বের হতে পারেনি।

পুলিশ সুপার সুনীল কাদসানি জানিয়েছেন,  (বুলধানা) ঘটনায় ২৬ জন যাত্রীর মৃত্যুর হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। চালককে হেফাজতে নেওয়া হয়েছে। দেহগুলিকে শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়ার কাজ চলছে। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনায়  কম খরচে আহতের চিকিৎসার নির্দেশ দিয়েছেন শিন্ডে।

উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ জানিয়েছেন দেহগুলি বিকৃত হয়ে গেছে। দেহগুলিকে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফড়ণবীশদুর্ঘটনা রোধে এক্সপ্রেসওয়েতে একটি স্মার্ট সিস্টেম বসানো হচ্ছে বলে জানান তিনি। সিস্টেমটি যানবাহনের গতি পরীক্ষা করবে এবং তাদের সতর্ক করবে। তবে এতে কিছুটা সময় লাগবে। তবে এই সিস্টেম চালু না হওয়া পর্যন্ত রাতে দুর্ঘটনা এড়াতে কী কী সতর্কতা অবলম্বন করা দরকার সে সম্পর্কে আমাদের টোল বুথে চালকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।