০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১২ বছরে বিয়ে সাড়ে বারোতে মা, চিকিৎসকের তৎপরতায় গ্রেফতার স্বামী

সামিমা এহসানা
  • আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্ক: ১২ বছরের এক নাবালিকা বিয়ে করে ২৯ বছরের এক ব্যক্তি। এরপর চলতে থাকে ধর্ষণ। সাড়ে বারো বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। আদপে সে রাজ্যের সাতারা জেলার বাসিন্দা দু’জনেই। নাবালিকার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

একটি সার্ভে চলার সময় ১২ বছরের নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা কানে পড়ে এক চিকিৎসকের। তিনিই খবর দেন পুলিশকে। এরপর পকসো (POCSO) ও বাল্য বিবাহ নিষেধ আইনের (Prohibition of Child Marriage Act) ভিত্তিতে মামলা দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে। আইন করে বাল্যবিবাহ রদ করার পরও দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শিক্ষার হার যেখানে কম, সেখানে এই অপপ্রথা বন্ধ করতে পাচ্ছে না সরকার।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১২ বছরে বিয়ে সাড়ে বারোতে মা, চিকিৎসকের তৎপরতায় গ্রেফতার স্বামী

আপডেট : ৫ জানুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ১২ বছরের এক নাবালিকা বিয়ে করে ২৯ বছরের এক ব্যক্তি। এরপর চলতে থাকে ধর্ষণ। সাড়ে বারো বছর বয়সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে। আদপে সে রাজ্যের সাতারা জেলার বাসিন্দা দু’জনেই। নাবালিকার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

একটি সার্ভে চলার সময় ১২ বছরের নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা কানে পড়ে এক চিকিৎসকের। তিনিই খবর দেন পুলিশকে। এরপর পকসো (POCSO) ও বাল্য বিবাহ নিষেধ আইনের (Prohibition of Child Marriage Act) ভিত্তিতে মামলা দায়ের করা হয় ওই ব্যক্তির বিরুদ্ধে। আইন করে বাল্যবিবাহ রদ করার পরও দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শিক্ষার হার যেখানে কম, সেখানে এই অপপ্রথা বন্ধ করতে পাচ্ছে না সরকার।