অস্বস্তিতে কৌতুক শিল্পী, কুণালের বিরুদ্ধে দায়ের আরও ৩ মামলা

- আপডেট : ২৯ মার্চ ২০২৫, শনিবার
- / 119
মুম্বাই: ফের আরও অস্বস্তিতে কৌতুক শিল্পী কুণাল কামরা। এবার তাঁর বিরুদ্ধে মুম্বইয়ে দায়ের হল আরও ৩টি মামলা। মুম্বই পুলিশের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, কৌতুক শিল্পী কুণাল কামরার বিরুদ্ধে খার থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি অভিযোগ জলগাঁও শহরের মেয়রের। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে ‘গদ্দার’ মশকরার পর কৌতুক শিল্পীর অস্বস্তি আরও খানিকটা বাড়ল শনিবার। এ দিন মুম্বই পুলিশ জানিয়েছে, নাসিকের এক হোটেল মালিক এবং এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে খার পুলিশ একটি মামলা দায়ের করেছে। খার পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে।
শিন্ডেকে নিয়ে মশকরার ভিডিয়ো প্রকাশ্যে আসার পর কুণালকে দু’বার সমন পাঠিয়েছিল পুলিশ। কিন্তু তিনি হাজিরা এড়িয়েছেন। মুম্বই পুলিশের কাছে সময় চেয়েছিলেন কুণাল। পুলিশ তাঁর আবেদন নাকচ করে দিয়ে জানায়, ৩১ মার্চের মধ্যে তাঁকে খার থানায় হাজির হতে হবে। এর পর কুণাল রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হন। মাদ্রাজ হাইকোর্টে তাঁর আইনজীবী জানান, থানায় হাজিরা দিলে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছেন কুণাল। তাই তাঁর রক্ষাকবচ প্রয়োজন। আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন কুণাল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। শর্তসাপেক্ষে আগামী ৭ এপ্রিল পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হয়েছে কৌতুক শিল্পীকে।