১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ৩০ হাজার কোটি টাকা

পুবের কলম প্রতিবেদকঃ পশ্চিমবজ্ঞের গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের উদ্যোগে রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য বিপুল পরিমান বিপুল পরিমাণ অর্থ ঋণ বরাদ্য করা হয়েছে।

রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে এ ব্যাপারে রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ত্রিশ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্য মাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

নতুন অর্থ বছরে স্ব-নির্ভর গোষ্ঠীগুলিকে এই বিপুল পরিমান অর্থ ঋণ হিসেবে দেওয়ার জন্য রাজ্যের সংশ্লিষ্ট জেলাগুলির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।রাজ্য সরকারের এমন জনদরদী উদ্যোগে স্ব-নির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আর্থিক বিনিয়োগের ফলে একদিকে যেমন স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা উপকৃত হবেন, তেমনি রাজ্যের অর্থনৈতিক কাঠামো যথেষ্টই উন্নত হওয়ার পাশাপাশি কোষাগারও অনেকেটাই সমৃদ্ধ হবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে রাজ্য পঞ্চায়েত দফতর এবং অর্থ দফতরের আধিকারিকরা জানান, রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য নতুন অর্থ বছরে ৩০ হাজার কোটি টাকা ঋণ হিসেবে প্রদান করা হবে। এই ঋণের টাকা পরিশোধ করার জন্য স্ব-নির্ভর গোষ্ঠীগুলিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

এর ফলে ঋণ শোধ করার পরেও আর্থিক লাভের মুখ দেখবেন স্ব-নির্ভর গোষ্ঠীগুলি। গত ২০২২-২৩ অর্থবছরে রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা ঋণ পাওয়ার পর ইতিবাচক সাফল্যের মুখ দেখেছিল জেলাগুলি। বিগত বছরের অভিজ্ঞতা থেকেই নতুন অর্থ বছরে স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণের পরিমান বাড়ানো হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

 



                           
সর্বধিক পাঠিত

বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাবিদ, পরামর্শদাতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর এক অক্লান্ত কর্মী ড: মুহাম্মদ মনজুর আলম ইন্তেকাল করেছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণ ৩০ হাজার কোটি টাকা

আপডেট : ২ অগাস্ট ২০২৩, বুধবার

পুবের কলম প্রতিবেদকঃ পশ্চিমবজ্ঞের গ্রামীণ অর্থনীতিকে আরও সুদৃঢ় করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের পঞ্চায়েত দফতরের উদ্যোগে রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য বিপুল পরিমান বিপুল পরিমাণ অর্থ ঋণ বরাদ্য করা হয়েছে।

রাজ্য পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে এ ব্যাপারে রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ত্রিশ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্য মাত্রা বেঁধে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

নতুন অর্থ বছরে স্ব-নির্ভর গোষ্ঠীগুলিকে এই বিপুল পরিমান অর্থ ঋণ হিসেবে দেওয়ার জন্য রাজ্যের সংশ্লিষ্ট জেলাগুলির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।রাজ্য সরকারের এমন জনদরদী উদ্যোগে স্ব-নির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই আর্থিক বিনিয়োগের ফলে একদিকে যেমন স্ব-নির্ভর গোষ্ঠীর সদস্যরা উপকৃত হবেন, তেমনি রাজ্যের অর্থনৈতিক কাঠামো যথেষ্টই উন্নত হওয়ার পাশাপাশি কোষাগারও অনেকেটাই সমৃদ্ধ হবে বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা।
এ ব্যাপারে রাজ্য পঞ্চায়েত দফতর এবং অর্থ দফতরের আধিকারিকরা জানান, রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য নতুন অর্থ বছরে ৩০ হাজার কোটি টাকা ঋণ হিসেবে প্রদান করা হবে। এই ঋণের টাকা পরিশোধ করার জন্য স্ব-নির্ভর গোষ্ঠীগুলিকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হবে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

এর ফলে ঋণ শোধ করার পরেও আর্থিক লাভের মুখ দেখবেন স্ব-নির্ভর গোষ্ঠীগুলি। গত ২০২২-২৩ অর্থবছরে রাজ্যের স্ব-নির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে কুড়ি হাজার কোটি টাকা ঋণ পাওয়ার পর ইতিবাচক সাফল্যের মুখ দেখেছিল জেলাগুলি। বিগত বছরের অভিজ্ঞতা থেকেই নতুন অর্থ বছরে স্ব-নির্ভর গোষ্ঠীগুলির জন্য ঋণের পরিমান বাড়ানো হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস