৩১ জানুয়ারি থেকে সংসদে বাজেট শুরু, চমকের পথে হাঁটবে কেন্দ্র?

- আপডেট : ১২ জানুয়ারী ২০২৪, শুক্রবার
- / 38

The Union Minister for Finance and Corporate Affairs, Smt. Nirmala Sitharaman briefing the media on Post 50th meeting of GST Council, in New Delhi on July 11, 2023.
নয়াদিল্লি, ১২ জানুয়ারি: সংসদে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে ৩১ জানুয়ারি থেকে। ২০২৪ লোকসভা ভোটের আগে এটাই শেষ বাজেট। ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বাজেট অধিবেশন। শুক্রবার এমনটা জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এমনিতেই ১৬জুন শেষ হচ্ছে ১৭তম লোকসভার মেয়াদ। সেই অর্থে লোকসভা ভোটের আগে এটাই ১৭তম লোকসভার শেষ অধিবেশন।
জানা গিয়েছে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। মনে করা হচ্ছে, এপ্রিল-মে মাসে লোকসভা ভোট হতে পারে। ভোটের পর যারা সরকার গঠন করবে তারা তখন পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। এখন অন্তর্বর্তীকালীন বাজেটে দেশবাসীর জন্য কি চমক রাখেন নির্মলা সেদিকে তাকিয়ে গোটা দেশ। কারণ, এই বাজেটকে সামনে রেখেই ভোটে যাবে মোদি সরকার। একদিকে রয়েছে রাম মন্দিরের মতো মেগা ইভেন্ট। মেরুকরণের যাবতীয় রসদ সেখানে মজুত। তারপর বাজেটে কি বার্তা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।