০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুর ৪ দিন আগে ইউক্রেনের তরুণীর ইসলাম গ্রহণ, জানাজায় জনসমুদ্র

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ এপ্রিল ২০২৪, সোমবার
  • / 19

পুবের কলম, ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ইউক্রেনীয় তরুণীর। শুক্রবার তাঁর জানাযায় শত শত মানুষের ঢল নামে। ২৯ বছর বয়সি দারিয়া কোতসারেঙ্কো দুবাইয়ে চাকরির খোঁজে এসেছিলেন তিন বছর আগে, সে সময় তিনি আরবদের সংস্কৃতিও ইসলাম ধর্ম নিয়ে জানার চেষ্টা করেন। ইউক্রেনে ফিরে গিয়ে পড়াশুনা করে ফের আসেন দুবাই। ২৫ মার্চ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কয়েকদিন রোযাও রেখেছেন।

 

হন্যে হয়ে ঘুরছিলেন। অনলাইন ব্রাউসিং করতে গিয়েই একদিন তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন ও তাঁর এই ধর্মের প্রতি অল্প সময়ের মধ্যে আকর্ষণ জন্মায়। এরপর রোযা থাকা অবস্থায় ইন্তেকাল করেন দারিয়া।

অনলাইনে খবর দ্রুত ছড়িয়ে পড়তেই মুসলিমরা ঝাঁকে ঝাঁকে দারিয়ার জানাযায় অংশগ্রহণ করেন। দুবাইয়ে দারিয়ার কোনও আত্মীয়স্বজন ছিল না। তা সত্ত্বেও ইসলাম গ্রহণ করা ওই নারীর জানাযার নামায খালি যায়নি। ‘জানাযা-ইউএই’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, আরবরা ছাড়াও প্রবাসী মুসলমানরা জানাযায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, নওমুসলিমদের প্রতি এ ধরনের শ্রদ্ধা ও সংহতি প্রদর্শন আরব বিশ্বে নতুন নয়। উদাহরণ হিসেবে বলা যায়, লুইস জেন মিচেল নামে ৯৩ বছর বয়সি এক নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

২০২২ সালের নভেম্বরে আমিরশাহীতে ইন্তেকাল করেন তিনি। সেবারও ‘জানাযা-ইউএই’সহ বেশকিছু অ্যাকাউন্ট থেকে সোশ্যাল সাইটে লুইস জেনের ধর্মান্তরের গল্প প্রকাশ করে জানাযায় অংশগ্রহণের ডাক দেওয়া হয়। পোস্ট দেখে নিজেদের আটকে রাখতে পারেননি ধর্মপ্রাণ মুসলিমরা। জেনের মাগফিরাত কামনায় জানাযায় মানুষের ঢল নামে। দুইবারের আল কু সাইস গোরস্থানে দাফন রা হয় তাকে। মসজিদের ইমাম দারিয়ার জন্য বিশে, প্রার্থনা করছেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করার জন্য দোয়া করছেন সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। পুন্যের মাস রমযানে তাঁকে ইন্তেকাল নিয়ে অমুসলিমরাও পৌঁছে গেলেন। ঈশ্বর তাঁর প্রতি করুণা করুন।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৃত্যুর ৪ দিন আগে ইউক্রেনের তরুণীর ইসলাম গ্রহণ, জানাজায় জনসমুদ্র

আপডেট : ১ এপ্রিল ২০২৪, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে ইসলাম ধর্ম গ্রহণের কয়েক ঘণ্টা পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক ইউক্রেনীয় তরুণীর। শুক্রবার তাঁর জানাযায় শত শত মানুষের ঢল নামে। ২৯ বছর বয়সি দারিয়া কোতসারেঙ্কো দুবাইয়ে চাকরির খোঁজে এসেছিলেন তিন বছর আগে, সে সময় তিনি আরবদের সংস্কৃতিও ইসলাম ধর্ম নিয়ে জানার চেষ্টা করেন। ইউক্রেনে ফিরে গিয়ে পড়াশুনা করে ফের আসেন দুবাই। ২৫ মার্চ ইসলাম ধর্ম গ্রহণ করেন। কয়েকদিন রোযাও রেখেছেন।

 

হন্যে হয়ে ঘুরছিলেন। অনলাইন ব্রাউসিং করতে গিয়েই একদিন তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন ও তাঁর এই ধর্মের প্রতি অল্প সময়ের মধ্যে আকর্ষণ জন্মায়। এরপর রোযা থাকা অবস্থায় ইন্তেকাল করেন দারিয়া।

অনলাইনে খবর দ্রুত ছড়িয়ে পড়তেই মুসলিমরা ঝাঁকে ঝাঁকে দারিয়ার জানাযায় অংশগ্রহণ করেন। দুবাইয়ে দারিয়ার কোনও আত্মীয়স্বজন ছিল না। তা সত্ত্বেও ইসলাম গ্রহণ করা ওই নারীর জানাযার নামায খালি যায়নি। ‘জানাযা-ইউএই’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। তাতে দেখা যায়, আরবরা ছাড়াও প্রবাসী মুসলমানরা জানাযায় অংশ নিয়েছেন।

প্রসঙ্গত, নওমুসলিমদের প্রতি এ ধরনের শ্রদ্ধা ও সংহতি প্রদর্শন আরব বিশ্বে নতুন নয়। উদাহরণ হিসেবে বলা যায়, লুইস জেন মিচেল নামে ৯৩ বছর বয়সি এক নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

২০২২ সালের নভেম্বরে আমিরশাহীতে ইন্তেকাল করেন তিনি। সেবারও ‘জানাযা-ইউএই’সহ বেশকিছু অ্যাকাউন্ট থেকে সোশ্যাল সাইটে লুইস জেনের ধর্মান্তরের গল্প প্রকাশ করে জানাযায় অংশগ্রহণের ডাক দেওয়া হয়। পোস্ট দেখে নিজেদের আটকে রাখতে পারেননি ধর্মপ্রাণ মুসলিমরা। জেনের মাগফিরাত কামনায় জানাযায় মানুষের ঢল নামে। দুইবারের আল কু সাইস গোরস্থানে দাফন রা হয় তাকে। মসজিদের ইমাম দারিয়ার জন্য বিশে, প্রার্থনা করছেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করার জন্য দোয়া করছেন সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। পুন্যের মাস রমযানে তাঁকে ইন্তেকাল নিয়ে অমুসলিমরাও পৌঁছে গেলেন। ঈশ্বর তাঁর প্রতি করুণা করুন।