০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 160

পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বাইয়ে অতিরিক্ত ভিড়ের জন্য চলন্ত ট্রেন থেকে পড়ে চার যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার সকালে দিবা এবং কোপার স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম কর্মদিবসে স্টেশনগুলিতে যাত্রীদের চাপ ছিল মারাত্মক, যার জেরে এই দুর্ঘটনা।

রেলের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ট্রেনে প্রবল ভিড় থাকার কারণে অনেক যাত্রী ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই দরজার সামনে বাদুড়ঝোলা হয়ে যাত্রা করছিলেন। সেই সময় হাত ছুটে নীচে পড়ে যান কয়েকজন যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন: গণেশ বিসর্জনের সময় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বাই গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পুলিশে! গ্রেপ্তার অভিযুক্ত অশ্বিনী কুমার

দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয় রেল পুলিশ ও প্রশাসন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই পাঁচজনের জনের মৃত্যু হয়। মৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে।

আরও পড়ুন: মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এক্সহ্যান্ডলে তিনি লেখেন, “আজ সকালে আটজন যাত্রী ট্রেনের ভিড়ের চাপে পড়ে যান। তাঁদের মধ্যে চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা এই ঘটনার জন্য শোকাহত।”

আরও পড়ুন: জল থইথই মুম্বই, দেশের বিভিন্ন রাজ্যেও প্রবল বর্ষণ, বিপর্যস্ত জনজীবন

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রচণ্ড ভিড়ে মুম্বাইয়ে ট্রেন থেকে পড়ে মৃত অন্তত ৫

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: মুম্বাইয়ে অতিরিক্ত ভিড়ের জন্য চলন্ত ট্রেন থেকে পড়ে চার যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর। সোমবার সকালে দিবা এবং কোপার স্টেশনের মাঝে ঘটনাটি ঘটেছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম কর্মদিবসে স্টেশনগুলিতে যাত্রীদের চাপ ছিল মারাত্মক, যার জেরে এই দুর্ঘটনা।

রেলের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ট্রেনে প্রবল ভিড় থাকার কারণে অনেক যাত্রী ট্রেনের ভিতরে প্রবেশ করতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই দরজার সামনে বাদুড়ঝোলা হয়ে যাত্রা করছিলেন। সেই সময় হাত ছুটে নীচে পড়ে যান কয়েকজন যাত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে খবর সূত্রের। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন, যাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।

আরও পড়ুন: গণেশ বিসর্জনের সময় ৪০০ কেজি আরডিএক্স দিয়ে মুম্বাই গুঁড়িয়ে দেওয়ার হুমকি বার্তা পুলিশে! গ্রেপ্তার অভিযুক্ত অশ্বিনী কুমার

দুর্ঘটনার খবর পেয়ে তৎপর হয় রেল পুলিশ ও প্রশাসন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই পাঁচজনের জনের মৃত্যু হয়। মৃতদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে।

আরও পড়ুন: মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার হুমকি, শহরজুড়ে কড়া নিরাপত্তা

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এক্সহ্যান্ডলে তিনি লেখেন, “আজ সকালে আটজন যাত্রী ট্রেনের ভিড়ের চাপে পড়ে যান। তাঁদের মধ্যে চারজনকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা এই ঘটনার জন্য শোকাহত।”

আরও পড়ুন: জল থইথই মুম্বই, দেশের বিভিন্ন রাজ্যেও প্রবল বর্ষণ, বিপর্যস্ত জনজীবন