২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেলেদের জালে ধরা পড়ল ৪টি সেইল ফিশ, বিক্রি হল ১৩ হাজার টাকায়

ইমামা খাতুন
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 22

পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো চারটি সেইল ফিশ।স্থানীয় ভাষায় এটিকে গোলপাতা মাছ বা পাখি মাছ বলা হয়ে থাকে।তবে এর ইংরেজি নাম সেইল ফিস (Sail-Fish)।পাখনা বিশিষ্ট হওয়ায় এই মাছ খুব দ্রুত গতি সম্পন্ন।তাই স্থানীয় জেলেরা একে পাখি মাছ বলেই আখ্যায়িত করে থাকে।

 

আরও পড়ুন: নেট, সেট-এর প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশের মৎস্যবন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এক  জেলে আবু কালাম এই মাছগুলো নিয়ে আসেন। পরে এক আড়তদারের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন।এই প্রসঙ্গে জেলে আবুল কালাম জানিয়েছেন,গত তিনদিন আগে মাছ ধরতে গিয়ে সমুদ্রে এই মাছ গুলো পেয়েছি।তারপর মঙ্গলবার এই মাছ গুলো বিক্রি করেছি।আমরা বছরে দু-এক বার এ মাছ পেয়ে থাকি।’

আরও পড়ুন: আজ মেডিক্যাল প্রবেশিকা নিট

 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় এক বছরে ১৩ হাজার গরুর মৃত্যু, বিপাকে ভারত সরকার

আড়তদার আল-আমীন বলেন, ‘মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে থাকে। বছরের এ মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় মাছের চাহিদা অনেক। চারটি মাছ আমি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি ভালো দাম পাবো।’

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , মাছগুলো খেতে বেশ সুস্বাদু। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলেদের জালে ধরা পড়ল ৪টি সেইল ফিশ, বিক্রি হল ১৩ হাজার টাকায়

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের জালে ধরা পড়লো চারটি সেইল ফিশ।স্থানীয় ভাষায় এটিকে গোলপাতা মাছ বা পাখি মাছ বলা হয়ে থাকে।তবে এর ইংরেজি নাম সেইল ফিস (Sail-Fish)।পাখনা বিশিষ্ট হওয়ায় এই মাছ খুব দ্রুত গতি সম্পন্ন।তাই স্থানীয় জেলেরা একে পাখি মাছ বলেই আখ্যায়িত করে থাকে।

 

আরও পড়ুন: নেট, সেট-এর প্রস্তুতি নিয়ে বিশেষ প্রশিক্ষণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে

গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশের মৎস্যবন্দর আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এক  জেলে আবু কালাম এই মাছগুলো নিয়ে আসেন। পরে এক আড়তদারের কাছে ১৩ হাজার টাকায় বিক্রি করেন।এই প্রসঙ্গে জেলে আবুল কালাম জানিয়েছেন,গত তিনদিন আগে মাছ ধরতে গিয়ে সমুদ্রে এই মাছ গুলো পেয়েছি।তারপর মঙ্গলবার এই মাছ গুলো বিক্রি করেছি।আমরা বছরে দু-এক বার এ মাছ পেয়ে থাকি।’

আরও পড়ুন: আজ মেডিক্যাল প্রবেশিকা নিট

 

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় এক বছরে ১৩ হাজার গরুর মৃত্যু, বিপাকে ভারত সরকার

আড়তদার আল-আমীন বলেন, ‘মাছগুলো বেশ দ্রুত গতিসম্পন্ন তাই অনেকে পাখি নামেও চিনে থাকে। বছরের এ মৌসুমে মাছগুলো জেলেদের জালে ধরা পড়ে। বেশ সুস্বাদু হওয়ায় মাছের চাহিদা অনেক। চারটি মাছ আমি ১৩ হাজার টাকায় কিনে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেছি। আশা করছি ভালো দাম পাবো।’

 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন , মাছগুলো খেতে বেশ সুস্বাদু। তবে দেশের বাইরে এ মাছের বেশ চাহিদা রয়েছে।