০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চারদিনে ৪০ ঘন্টা! আজ ফের ইডির মুখোমুখি রাহুল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার
  • / 56

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের জেরার মুখোমুখি রাহুল গান্ধি। গত সপ্তাহেই মোট তিনঘন্টার জেরার মুখোমুখি হন রাহুল। এদিকে এর মধ্যে করোনার আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সোনিয়া। আগামী ২৩ জুন তার ইডির অফিসের হাজিরা দেওয়া কথা। শুক্রবারও হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। এর পর মায়ের অসুস্থতার কথা জানিয়ে ইডির অফিসের আবেদন জানান রাহুল।

গতকাল হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সোনিয়া গান্ধি। করোনা নিয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হন তিনি। বাড়ি পৌঁছে সোনিয়া জানিয়েছেন, আগামী ২৩ জুন ইডির দফতরে হাজিরা দেবেন তিনি।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

উল্লেখ্য, ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শুরু করেন। সংবাদপত্রটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)। ১৯৩৭ সালে ৫,০০০ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীকে শেয়ারহোল্ডার হিসেবে রেখে প্রতিষ্ঠিত হয় এজেএল। সংস্থাটি আরও দুটি দৈনিক পত্রিকা প্রকাশ করে। উর্দুতে  কওমি আওয়াজ এবং হিন্দিতে নবজীবন নামে প্রকাশিত হয় ওই দুটি পত্রিকা। সংবাদপত্র তার উগ্র এবং তীক্ষ্ণ লেখার জন্য ব্রিটিশ সরকারের রোষে পরে ১৯৪২ সালে নিষিদ্ধ ঘোষিত হয়। যদিও তিন বছর পরে আবার চালু হয় এই প্রকাশনা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

১৯৪৭ সালে দেশের স্বাধীনতার পরে এই পত্রিকার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন জওহরলাল নেহেরু। আর্থিক সমস্যার কারণে পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায় ২০০৮ সালে। যদিও ২০১৬ সালে,  এটি একটি ডিজিটাল পত্রিকা হিসাবে পুনরায় প্রকাশ পায়।

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চারদিনে ৪০ ঘন্টা! আজ ফের ইডির মুখোমুখি রাহুল

আপডেট : ২১ জুন ২০২২, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ ফের জেরার মুখোমুখি রাহুল গান্ধি। গত সপ্তাহেই মোট তিনঘন্টার জেরার মুখোমুখি হন রাহুল। এদিকে এর মধ্যে করোনার আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন। গতকালই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সোনিয়া। আগামী ২৩ জুন তার ইডির অফিসের হাজিরা দেওয়া কথা। শুক্রবারও হাজিরা দেওয়ার কথা ছিল রাহুলের। এর পর মায়ের অসুস্থতার কথা জানিয়ে ইডির অফিসের আবেদন জানান রাহুল।

গতকাল হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন সোনিয়া গান্ধি। করোনা নিয়ে গত ১২ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পরবর্তী উপসর্গে আক্রান্ত হন তিনি। বাড়ি পৌঁছে সোনিয়া জানিয়েছেন, আগামী ২৩ জুন ইডির দফতরে হাজিরা দেবেন তিনি।

আরও পড়ুন: কাশ্মীরের পূর্ণরাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মোদিকে চিঠি রাহুলের

উল্লেখ্য, ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শুরু করেন। সংবাদপত্রটি প্রকাশ করে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল)। ১৯৩৭ সালে ৫,০০০ অন্যান্য স্বাধীনতা সংগ্রামীকে শেয়ারহোল্ডার হিসেবে রেখে প্রতিষ্ঠিত হয় এজেএল। সংস্থাটি আরও দুটি দৈনিক পত্রিকা প্রকাশ করে। উর্দুতে  কওমি আওয়াজ এবং হিন্দিতে নবজীবন নামে প্রকাশিত হয় ওই দুটি পত্রিকা। সংবাদপত্র তার উগ্র এবং তীক্ষ্ণ লেখার জন্য ব্রিটিশ সরকারের রোষে পরে ১৯৪২ সালে নিষিদ্ধ ঘোষিত হয়। যদিও তিন বছর পরে আবার চালু হয় এই প্রকাশনা।

আরও পড়ুন: নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে ৯ জুলাই বিহারে ‘ইন্ডিয়া’-র ‘বনধ’, বনধে সামিল হতে পারেন রাহুল গান্ধী

১৯৪৭ সালে দেশের স্বাধীনতার পরে এই পত্রিকার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে দেশের প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন জওহরলাল নেহেরু। আর্থিক সমস্যার কারণে পত্রিকাটি আবার বন্ধ হয়ে যায় ২০০৮ সালে। যদিও ২০১৬ সালে,  এটি একটি ডিজিটাল পত্রিকা হিসাবে পুনরায় প্রকাশ পায়।

আরও পড়ুন: ‘ট্রাম্পের ডেডলাইনের কাছে মাথানত করবেন মোদি’, নিশানা রাহুলের