পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বাইয়ের বিমানবন্দরে এক যাত্রীর লাগেজ থেকে উদ্ধার করা হল ৪৭টি বিষাক্ত সাপ। মুম্বাই কাস্টমস গতকাল রোববার এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার ছিল। এসব সাপ চেকইন লাগেজের ভেতরে লুকানো ছিল। ওই যাত্রী থাইল্যান্ড থেকে মুম্বাই বিমানবন্দরে এসেছেন। ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই যাত্রীর ব্যাগে আরও পাওয়া গেছে তিনটি স্পাইডার-টেইলড হর্নড ভাইপার। এই প্রজাতির সাপ খুবই বিষাক্ত। তবে এই প্রজাতির সাপ সাধারণত পাখির মতো ছোট শিকারেই সীমাবদ্ধ থাকে। মুম্বাই কাস্টমস জানায়, এ ছাড়া ওই ব্যক্তির ব্যাগ থেকে পাঁচটি এশিয়ান লিফ টার্টলস বা এশিয়ান পাতা কচ্ছপ উদ্ধার করা হয়েছে।




























