১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত বেড়ে ৫০, দেওয়া হয়েছে হেল্প লাইন নাম্বার

ইমামা খাতুন
  • আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার
  • / 17

পুবের কলম,ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ওড়িশার সংবাদমাধ্যম কনক নিউজের তরফে জানানো হয়েছে, ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। অনেকে ট্রেনের মধ্যে আটকে আছেন।

উল্লেখ্য, ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিকভাবে খবর, বালেশ্বর জেলার  বাহানগা বাজারের কাছে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তার জেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। একাধিক বগি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়।

 

করমণ্ডল এক্সপ্রেসের হেল্পলাইন নম্বর

 

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-26382217। 

 

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

খড়্গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339। 

 

আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

বালেশ্বরের হেল্পলাইন নম্বর: 8249591559 এবং  7978418322। 

 

শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় আহত বেড়ে ৫০, দেওয়া হয়েছে হেল্প লাইন নাম্বার

আপডেট : ২ জুন ২০২৩, শুক্রবার

পুবের কলম,ওয়েবডেস্ক: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ওড়িশার সংবাদমাধ্যম কনক নিউজের তরফে জানানো হয়েছে, ঘটনায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। অনেকে ট্রেনের মধ্যে আটকে আছেন।

উল্লেখ্য, ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিকভাবে খবর, বালেশ্বর জেলার  বাহানগা বাজারের কাছে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। তার জেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি। একাধিক বগি রীতিমতো দুমড়ে-মুচড়ে যায়।

 

করমণ্ডল এক্সপ্রেসের হেল্পলাইন নম্বর

 

আরও পড়ুন: হাতিবাগানে গাছ পড়ে যান চলাচল ব্যাহত

হাওড়ার হেল্পলাইন নম্বর: 033-26382217। 

 

আরও পড়ুন: গলে গেল ট্রেনের চাকা! বড় বিপদ থেকে রেহাই পেল জনশতাব্দী এক্সপ্রেস

খড়্গপুরের হেল্পলাইন নম্বর: 8972073925 এবং 9332392339। 

 

আরও পড়ুন: মিরিকে খাদে পড়ল যাত্রীবোঝাই পর্যটকের গাড়ি, মৃত দুই আহত একাধিক

বালেশ্বরের হেল্পলাইন নম্বর: 8249591559 এবং  7978418322। 

 

শালিমারের হেল্পলাইন নম্বর: 9903370746।