ভারত, বাংলাদেশ, নাইজেরিয়া থেকে কাতারে পৌঁছল ৫০০০ আর্জেন্টিনা সমর্থক

- আপডেট : ৯ নভেম্বর ২০২২, বুধবার
- / 6
পুবের কলম ওয়েব ডেস্ক: সেই কবে শেষবার ১৯৮৬ সালে মেক্সিকো সিটিতে বিশ্ব ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার হাতে উঠেছিল বিশ্বকাপের ট্রফি। তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি এখনও পর্যন্ত আর হাতে ওঠেনি মারাদোনার দেশের। অথচ প্রতিবার স্বপ্ন দেখিয়ে শুরু করে আর্জেন্টিনা। লিও মেসির এটাই শেষ বিশ্বকাপ।
বিশ্ব ফুটবলের রাজকুমারের হাতে কোপা আমেরিকা ট্রফি উঠলেও ওঠেনি বিশ্বকাপের ট্রফি। শেষ বিশ্বকাপে কি আর্জেন্টিনাকে ট্রফি দিয়ে যেতে পারবেন মেসি? সেই প্রশ্ন যখন সবার মনে, তখনই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০০ আর্জেন্টাইন সমর্থক ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কাতারে।
১৯৮৬ সাল থেকে আর্জেন্টিনার একটি ফ্যান ক্লাব তৈরি হয়েছে, যে ফ্যান ক্লাবের সদস্যরা সরাসরি মাঠে বসে মারাদোনার বিশ্বজয় দেখেছেন। এখন তারা মেসির হাতে বিশ্বকাপ দেখার জন্য উদ্গ্রীব। আর্জেন্টিনা ছাড়াও ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এমনকী নাইজেরিয়া, ক্যামেরুন থেকেও বহু আর্জেন্টাইন সমর্থক এই গ্রুপের সদস্য।
লিও মেসির পায়ের জাদুতে মুগ্ধ এই ফ্যান গ্রুপের সদস্যরা ইতিমধ্যেই কাতারে হাজির হয়েছেন। কাজের সূত্রে কাতারে থাকা আর্জেন্টাইন নাগরিকরা এই ফ্যান গ্রুপের সদস্যদের দেখলেই আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। কাতারে কোনও আর্জেন্টনার নাগরিক আছেন, এমন সন্ধান পেলেই এই ফ্যান গ্রুপ তাদের সঙ্গে গিয়ে সেলফিও তুলছেন। সবারই স্বপ্ন একটাই। লিও মেসির হাতে উঠবে বিশ্বকাপ।