পুবের কলম, ওয়েবডেস্ক: ফের ছত্তিশগড়ে আত্মসমর্পন করল ৫১ জন মাওবাদী। বুধবার মাও-ঘাঁটি ছত্তিশগড়ে অস্ত্র-সহ আত্মসমর্পন করেন ৫১ মাওবাদী। তাদের মধ্যে ২০ জনের সম্মিলিতভাবে মাথার দাম ছিল ৬৬ লক্ষ টাকা। বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় অস্ত্রসস্ত্র সমতে আত্মসমর্পণ করে ওই মাওবাদীদের দলটি। উল্লেখ্য, মাসখানেক আগেই আত্মসমর্পণ করেন কিষেনজির স্ত্রী সুজাতা। কয়েকদিন আগে সেই পথেই হাঁটেন নিহত মাওবাদী নেতার ভাই মাল্লোজুলা বেণুগোপাল রাও ওরফে ভূপতি ওরফে সোনু দাদা। ৬০ জন কমরেড নিয়ে তিনি আত্মসমর্পন করেন। এই পরিস্থিতিতে ফের আত্মসমর্পন করল মাওবাদী।
পুলিশ সূত্রে খবর, বুধবার ছত্তিশগড়ের বস্তার জেলায় আত্মসমর্পণ তারা। নিষিদ্ধ মাওবাদী সংগঠন পিএলজিএ-র (পিপলস লিবারেশন গেরিলা আর্মি) ব্যাটালিয়ন নম্বর ১ এবং কোম্পানি নম্বর ১, ২ এবং ৫-এর পাঁচজন সদস্য, এরিয়া কমিটি এবং প্লাটুনের সাতজন সদস্য, এলওএস গ্রুপের তিনজন সদস্য, একজন মিলিশিয়া প্লাটুন কমান্ডার, ১৪ জন মিলিশিয়া প্লাটুন সদস্য এবং ২০ জন নিম্ন-স্তরের সদস্য রয়েছে।



























