০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হিজাব নিয়ে নয়া বিতর্ক, কর্ণাটকে সাসপেন্ড ৫৮ ছাত্রী

মাসুদ আলি
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 56

পুবের কলম ওয়েবডেস্ক :  হিজাব ইস্যুতে ফের তৈরি হল নতুন বিতর্ক। শিবমোগা জেলায় (Shivamogga district) হিজাব বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কর্ণাটকের একটি কলেজের (Karnataka college) ৫৮ জন শিক্ষার্থীকে (58 students) সাসপেন্ড করা হয় (Controversy over suspension)। এই খবর অনলাইনে প্রকাশ হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে কলেজের অধ্যক্ষ (college principal) মৌখিকভাবে শিক্ষার্থীদের সাময়িকভাবে বরখাস্ত করেন। তবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিবমোগা ডিসি বলেন যে অধ্যক্ষ শুধু হুমকি দিয়েছিলেন এবং আসলে তাদের বরখাস্ত করেননি।

সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

আরও পড়ুন: কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট

রিপোর্ট অনুযায়ী, ছাত্ররা ক্লাসরুমের ভিতরে হিজাব পড়ার অনুমতি দেওয়ার দাবিতে প্রতিবাদ করেছিল। শিক্ষার্থীরা বলে, ‘হিজাব আমাদের অধিকার, আমরা মরে যাব কিন্তু হিজাব ছাড়ব না।’ এদিকে শিবামোগা ডিসিও এই ধরনের কোনও প্রতিবেদন অস্বীকার করেছেন, বলেছেন অধ্যক্ষ কাউকে বরখাস্তও করেননি।

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

ভিডিওতে দেখা যায় অধ্যক্ষ বলছেন “ডেপুটি এসপি, ডিডিপিআই এবং এসডিএমসি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু তবুও আপনারা তাদের কথা শোনেননি। আপনারা নিয়ম লঙ্ঘন করেছেন। তাই আমরা আপনাদের আপাতত কলেজ থেকে সাসপেন্ড করছি। এর পর থেকে আপনি কলেজ চত্বরে প্রবেশ করতে পারবেন না। আপনাদের সাসপেন্ড করা হয়েছে”। তবে যুব ক্ষমতায়ন ও ক্রীড়া মন্ত্রী নারায়ণ গৌড়া  জানিয়েছেন যে ছাত্রীদের সাসপেন্ড করা হয়নি।কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইও ছাত্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে উচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে বলেছেন।

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিজাব নিয়ে নয়া বিতর্ক, কর্ণাটকে সাসপেন্ড ৫৮ ছাত্রী

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক :  হিজাব ইস্যুতে ফের তৈরি হল নতুন বিতর্ক। শিবমোগা জেলায় (Shivamogga district) হিজাব বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য কর্ণাটকের একটি কলেজের (Karnataka college) ৫৮ জন শিক্ষার্থীকে (58 students) সাসপেন্ড করা হয় (Controversy over suspension)। এই খবর অনলাইনে প্রকাশ হওয়ার পর বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে কলেজের অধ্যক্ষ (college principal) মৌখিকভাবে শিক্ষার্থীদের সাময়িকভাবে বরখাস্ত করেন। তবে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিবমোগা ডিসি বলেন যে অধ্যক্ষ শুধু হুমকি দিয়েছিলেন এবং আসলে তাদের বরখাস্ত করেননি।

সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

আরও পড়ুন: কর্ণাটকে সেনার পোশাকে দুঃসাহসী ডাকাতি, ৫৮ কেজি সোনা লুট

রিপোর্ট অনুযায়ী, ছাত্ররা ক্লাসরুমের ভিতরে হিজাব পড়ার অনুমতি দেওয়ার দাবিতে প্রতিবাদ করেছিল। শিক্ষার্থীরা বলে, ‘হিজাব আমাদের অধিকার, আমরা মরে যাব কিন্তু হিজাব ছাড়ব না।’ এদিকে শিবামোগা ডিসিও এই ধরনের কোনও প্রতিবেদন অস্বীকার করেছেন, বলেছেন অধ্যক্ষ কাউকে বরখাস্তও করেননি।

আরও পড়ুন: সাম্প্রদায়িক হিংসার পর কড়া পুলিশ, মেরুকরণের তাশ বিজেপির

ভিডিওতে দেখা যায় অধ্যক্ষ বলছেন “ডেপুটি এসপি, ডিডিপিআই এবং এসডিএমসি আপনাকে বোঝানোর চেষ্টা করেছিল। কিন্তু তবুও আপনারা তাদের কথা শোনেননি। আপনারা নিয়ম লঙ্ঘন করেছেন। তাই আমরা আপনাদের আপাতত কলেজ থেকে সাসপেন্ড করছি। এর পর থেকে আপনি কলেজ চত্বরে প্রবেশ করতে পারবেন না। আপনাদের সাসপেন্ড করা হয়েছে”। তবে যুব ক্ষমতায়ন ও ক্রীড়া মন্ত্রী নারায়ণ গৌড়া  জানিয়েছেন যে ছাত্রীদের সাসপেন্ড করা হয়নি।কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাইও ছাত্র ও শিক্ষা প্রতিষ্ঠানকে উচ্চ আদালতের নির্দেশ মেনে চলতে বলেছেন।

আরও পড়ুন: ঘৃণা ভাষণ রুখতে আইনের ভাবনা সিদ্দারামাইয়ার