৭০ লক্ষ ইউক্রেনীয় গৃহহীন হতে পার

- আপডেট : ২৮ ফেব্রুয়ারী ২০২২, সোমবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক : রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ৭০ লক্ষ ইউক্রেনীয় গৃহহীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার হামলার পর ইউক্রেন থেকে পার্শবর্তী দেশে শরণার্থীর ঢল নামায় বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করেছেন ইইউ আধিকারিক জেনেজ লেনারসিক। তিনি বলেন ইউরোপ মহাদেশে মানবিক সংকট দেখতে পাচ্ছি। রাষ্ট্রসংঘের তথ্যমতে যুদ্ধ চলতে থাকলে প্রায় ১৮ মিলিয়ন ইউক্রেনীয় মানবিক সংকটে পড়বে। তাই জরুরিভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন লেনারসিক। ইউক্রেনে রাশিয়ার হামলার জেরে ইতিমধ্যেই দুই লক্ষেরও বেশি নাগরিক দেশ ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। রবিবার রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক টু্ইট বার্তায় এ তথ্য জানায়