ইরাকের কূটে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ নিহত

- আপডেট : ১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 149
পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব ইরাকের ওয়াসিত প্রদেশের আল-কূট শহরে একটি শপিং মলে ভয়াবহ আগুনে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। মাত্র পাঁচ দিন আগে উদ্বোধন হয়েছিল মলটির।
বুধবার গভীর রাতে পাঁচতলা বিশিষ্ট এই মলে আচমকা আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মলের প্রথম তলার একটি রেস্তরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং একাধিক ফ্লোরে ছড়িয়ে পড়ে। সে সময় মলে কেনাকাটা ও রাতের খাবারের জন্য বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অনেকে আগুনের ফাঁদে আটকা পড়েন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বহুতলের প্রতিটি তলা আগুনে গ্রাস হয়েছে।
আগুনের তীব্রতায় পুরো মলটি প্রায় ভস্মীভূত হয়ে গেছে। রাতভর যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনও নিশ্চিত নয়।
ওয়াসিত প্রদেশের গভর্নর মহম্মদ আল-মিয়াহি স্থানীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের ফল ৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ করা হবে। ইতিমধ্যেই মল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাগদাদ থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরের হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত ৫৯টি মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, তবে একটি দেহ এতটাই দগ্ধ যে শনাক্ত করা যায়নি। ধ্বংসস্তূপে আরও দেহ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।