০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

৭ দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শিবির

ইমামা খাতুন
  • আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার
  • / 61

পুবের কলম প্রতিবেদকঃ হাফেজী তো বটেই, রোযার মাসে এমনিতেই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলি মাসখানেক  ধরে বন্ধ থাকে। রমজান মাস উপলক্ষ্যে ছুটিতে থাকা ওই সমস্ত হাফেজী পড়ুয়ায়াদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে  সপ্তাহব্যাপী কুরআন প্রতিযোগিতা ক্যাম্প। ‘এসো  ক্বোরআন পরিবার গড়ি’ সংগঠনের প্রধান ইমাম-মোয়াজ্জেম সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আফাজ উদ্দিনের ভাবনায় লাউহাটি-বিষ্ণপুরে চলছে ওই কুরআন প্রতিযোগি শিবির। শনিবার তারই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতদিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শিবির সংগঠনের প্রধান উপদেষ্টা  হাফেজ আজিজ উদ্দিন, জমিয়েতের রাজ্য নেতৃত্ব  বাহাউদ্দিন কাশেমী, ক্বারী মাওলনা জাভেদ আলি, ক্বারী  তামজেদুর রহমান, হাজী সাহাজাহান আলি সহ প্রমুখ। ৭ দিনব্যাপী ওই কুরআন তেলাওয়াত শিবিরে প্রধান উদ্যোক্তা হাফেজ আফাজ উদ্দিন জানান, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন  প্রান্তের হাফেজ পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।  হাফেজ আজিজ উদ্দিন জানান, নির্বাচকমণ্ডলী ও আগত  অতিথিদের বিচারে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী হাফেজীকে ২০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। এরই সঙ্গে  চতুর্থস্থান অধিকারী পর্যন্ত আর্থিক পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ২৯ এপ্রিল।

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৭ দিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শিবির

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ হাফেজী তো বটেই, রোযার মাসে এমনিতেই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গুলি মাসখানেক  ধরে বন্ধ থাকে। রমজান মাস উপলক্ষ্যে ছুটিতে থাকা ওই সমস্ত হাফেজী পড়ুয়ায়াদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে  সপ্তাহব্যাপী কুরআন প্রতিযোগিতা ক্যাম্প। ‘এসো  ক্বোরআন পরিবার গড়ি’ সংগঠনের প্রধান ইমাম-মোয়াজ্জেম সমিতির রাজ্য সম্পাদক হাফেজ আফাজ উদ্দিনের ভাবনায় লাউহাটি-বিষ্ণপুরে চলছে ওই কুরআন প্রতিযোগি শিবির। শনিবার তারই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতদিনব্যাপী কুরআন প্রতিযোগিতা শিবির সংগঠনের প্রধান উপদেষ্টা  হাফেজ আজিজ উদ্দিন, জমিয়েতের রাজ্য নেতৃত্ব  বাহাউদ্দিন কাশেমী, ক্বারী মাওলনা জাভেদ আলি, ক্বারী  তামজেদুর রহমান, হাজী সাহাজাহান আলি সহ প্রমুখ। ৭ দিনব্যাপী ওই কুরআন তেলাওয়াত শিবিরে প্রধান উদ্যোক্তা হাফেজ আফাজ উদ্দিন জানান, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, দুই ২৪ পরগনা সহ রাজ্যের বিভিন্ন  প্রান্তের হাফেজ পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।  হাফেজ আজিজ উদ্দিন জানান, নির্বাচকমণ্ডলী ও আগত  অতিথিদের বিচারে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী হাফেজীকে ২০ হাজার টাকা পুরস্কৃত করা হবে। এরই সঙ্গে  চতুর্থস্থান অধিকারী পর্যন্ত আর্থিক পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে ২৯ এপ্রিল।

আরও পড়ুন: তিন কাশ্মীরি মহিলাকে আটক পুলিশের