সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বার্তা, বিভিন্ন দেশে বার্তা পৌঁছে দিতে কেন্দ্রের ৭ জনের সর্বদলীয় প্রতিনিধিদল

- আপডেট : ১৭ মে ২০২৫, শনিবার
- / 173
পুবের কলম, ওয়েবডেস্ক: সাত জনের সর্বদলীয় প্রতিনিধিদলের নাম ঘোষণা করল কেন্দ্র। শনিবার সাত জন নেতার নম প্রকাশ করে মোদি সরকার। তার নেতৃত্বে থাকবেন শাসক-বিরোধী বিভিন্ন দলের সাংসদেরা। শনিবার কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক বিবৃতি দিয়ে এই সাত জনের নাম প্রকাশ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এবং অপারেশন সিঁদুর নিয়ে নয়াদিল্লির বার্তা দেশে দেশে পৌঁছে দেবে কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধিদল। কেন্দ্রীয় মন্ত্রকের বিবৃতি সমাজমাধ্যমে প্রকাশ করেন মন্ত্রী কিরেন রিজিজু।
সাতটি প্রতিনিধিদলের নেতাদের তালিকায় আছেন কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডারা। এ ছাড়া, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। উল্লেখ্য, সর্বদলীয় প্রতিনিধিদলে তৃণমূলের কোনও সাংসদ নেই। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, কেন্দ্রের তরফে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রতিনিধিদলে থাকতে পারবেন না বলে জানিয়েছেন। সুদীপ পিটিআইকে বলেন, ‘‘কিরেন রিজিজু আমাকে ফোন করেছিলেন। আমেরিকায় যেতে বলা হয়েছিল আমাকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমি যেতে পারছি না।’’
কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লাগাতার লড়াইয়ের আবহে চলতি মাসের শেষ দিকে সাতটি সর্বদলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশে ভারতের বার্তা পৌঁছে দিতে যাবে। যাওয়া হবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতেও। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান প্রচার করবে এই দলগুলি। ভারত কোনও অবস্থানেই সন্ত্রাসবাদকে সহ্য করবে না, এ বিষয়ে ভারতের নীতি ‘জ়িরো টলারেন্স’, সেই বার্তাই দেবেন সর্বদলীয় প্রতিনিধিরা।’’
In moments that matter most, Bharat stands united.
Seven All-Party Delegations will soon visit key partner nations, carrying our shared message of zero-tolerance to terrorism.
A powerful reflection of national unity above politics, beyond differences.@rsprasad @ShashiTharoor… pic.twitter.com/FerHHACaVK— Kiren Rijiju (@KirenRijiju) May 17, 2025