০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে মৃত্যু ৭ শ্রমিকের, অন্ধ্রপ্রদেশের কারখানায় চাঞ্চল্য

ইমামা খাতুন
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 43

পুবের কলম ওয়েবডেস্ক: তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে কারখানায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৭ শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  অন্ধ্রপ্রদেশের কাকিনারার তেল কারখানায়।

কারখানার কর্মচারীদের কথায়, সকল ৭টা নাগাদ কলকারখানার তেল ট্যাঙ্কার  পরিষ্কার করতে বৃহস্পতিবার ২৪ ফুট গভীর ট্যাঙ্কারের ভিতরে প্রবেশ করেন ওই সাত শ্রমিক।  আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। তার পরই এক এক করে জ্ঞান হারান। সেখানেই শ্বাসরোধ হয়ে মারা যান তাঁরা। মৃত সাত শ্রমিকই অন্ধ্রের বাসিন্দা।

ট্যাঙ্কের ভিতর থেকে শ্রমিকরা বেরিয়ে আসছেন না কেন তা দেখার জন্য কয়েক জন শ্রমিক বিষয়টি খতিয়ে দেখতে যান। তখন তাঁরা দেখেন, সাত জনই অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। ট্যাঙ্কের ভিতর থেকে ওই সাত জনকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই কারখানায় বিক্ষোভ ছড়ায়।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাহাকারের আতঙ্কে ঢেকে যায় গোটা এলাকা। অভিযোগ উঠেছে কোনও রকম নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের কাজ করাতে বাধ্য করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়েই প্রাণহানি হয়েছে বলে দাবি শ্রমিকদের। তাঁদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার পর কারখানার মালিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে মৃত্যু ৭ শ্রমিকের, অন্ধ্রপ্রদেশের কারখানায় চাঞ্চল্য

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: তেলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে কারখানায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু ৭ শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  অন্ধ্রপ্রদেশের কাকিনারার তেল কারখানায়।

কারখানার কর্মচারীদের কথায়, সকল ৭টা নাগাদ কলকারখানার তেল ট্যাঙ্কার  পরিষ্কার করতে বৃহস্পতিবার ২৪ ফুট গভীর ট্যাঙ্কারের ভিতরে প্রবেশ করেন ওই সাত শ্রমিক।  আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা। তার পরই এক এক করে জ্ঞান হারান। সেখানেই শ্বাসরোধ হয়ে মারা যান তাঁরা। মৃত সাত শ্রমিকই অন্ধ্রের বাসিন্দা।

ট্যাঙ্কের ভিতর থেকে শ্রমিকরা বেরিয়ে আসছেন না কেন তা দেখার জন্য কয়েক জন শ্রমিক বিষয়টি খতিয়ে দেখতে যান। তখন তাঁরা দেখেন, সাত জনই অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। ট্যাঙ্কের ভিতর থেকে ওই সাত জনকে বার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের প্রত্যেককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পরই কারখানায় বিক্ষোভ ছড়ায়।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হাহাকারের আতঙ্কে ঢেকে যায় গোটা এলাকা। অভিযোগ উঠেছে কোনও রকম নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের কাজ করাতে বাধ্য করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়েই প্রাণহানি হয়েছে বলে দাবি শ্রমিকদের। তাঁদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখার পর কারখানার মালিকের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে।