০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাদুড়িয়া দিলীপকুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন এর ৭৫বছর

ইমামা খাতুন
  • আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার
  • / 16

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ৭৫ এ পডলো বাদুড়িয়া দিলীপকুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন। অবিভক্ত ২৪ পরগনার শিক্ষার বাদুড়িয়ার ইতিহাস ও নবজাগরণের অন‍্যতম ধারক ও বাহক এই স্কুল  ১৯৪৮ সালে বাদুড়িয়ার স্বনামধন্য ব‍্যক্তি স্বর্গীয় নন্দলাল বন্দ‍্যোপাধ‍্যায়  এলাকার শিক্ষা অনুরাগী মানুষের অনুরোধে পুত্র দিলীপকুমারের অকাল প্রযাণে তার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে দিলিপকুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন নামে পরিচিত লাভ করে । শনিবার সকালে বাদুড়িয়ার শহর জুড়ে আদিবাসী তালে ঢামসা মাদল যোগে এক বর্নাঢ্য শোভাযাত্রা হয়। উক্ত শোভাযাত্রায় পা মেলান বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম দিলু , শিক্ষক শিক্ষিকা  সহ বর্তমান ও প্রক্তান ছাত্ররা । পরে ইন্টারস্কুল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত বন্দ‍্যোপাধ‍্যায় জানান ,আগামীদিনে  ছাত্রকল্যাণ মূলক কর্মসূচি রয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে , এই অনুষ্ঠান কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে । বিধায়ক আব্দুুর রহিম দিলু এর বক্তব্যে উঠে আসে পুরানো স্মৃতি। তিনি বলেন,  বাদুড়িয়ার  দিলীপ স্কুলের  আলাদা পরিচয় দিয়েছে ।বহু স্বনামধন্য ছাত্র দিয়েছে এই স্কুল। তারা দেশ ও বিদেশের মাটিতে গর্বের সাথে কাছ করে চলেছে। আগামী অনুষ্ঠানে তাদের সাথে দেখা হবে,আলাপ হবে। আগামীদিনে পুনর্মিলন উৎসবে সমস্ত প্রাক্তনীদের আসবার জন‍্য আহ্বান জানান তিনি ।

আরও পড়ুন: চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠের ৭৫ বছরে পা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাদুড়িয়া দিলীপকুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন এর ৭৫বছর

আপডেট : ৫ ফেব্রুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: ৭৫ এ পডলো বাদুড়িয়া দিলীপকুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন। অবিভক্ত ২৪ পরগনার শিক্ষার বাদুড়িয়ার ইতিহাস ও নবজাগরণের অন‍্যতম ধারক ও বাহক এই স্কুল  ১৯৪৮ সালে বাদুড়িয়ার স্বনামধন্য ব‍্যক্তি স্বর্গীয় নন্দলাল বন্দ‍্যোপাধ‍্যায়  এলাকার শিক্ষা অনুরাগী মানুষের অনুরোধে পুত্র দিলীপকুমারের অকাল প্রযাণে তার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে দিলিপকুমার মেমোরিয়াল ইনষ্টিটিউশন নামে পরিচিত লাভ করে । শনিবার সকালে বাদুড়িয়ার শহর জুড়ে আদিবাসী তালে ঢামসা মাদল যোগে এক বর্নাঢ্য শোভাযাত্রা হয়। উক্ত শোভাযাত্রায় পা মেলান বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম দিলু , শিক্ষক শিক্ষিকা  সহ বর্তমান ও প্রক্তান ছাত্ররা । পরে ইন্টারস্কুল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত বন্দ‍্যোপাধ‍্যায় জানান ,আগামীদিনে  ছাত্রকল্যাণ মূলক কর্মসূচি রয়েছে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে , এই অনুষ্ঠান কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছে । বিধায়ক আব্দুুর রহিম দিলু এর বক্তব্যে উঠে আসে পুরানো স্মৃতি। তিনি বলেন,  বাদুড়িয়ার  দিলীপ স্কুলের  আলাদা পরিচয় দিয়েছে ।বহু স্বনামধন্য ছাত্র দিয়েছে এই স্কুল। তারা দেশ ও বিদেশের মাটিতে গর্বের সাথে কাছ করে চলেছে। আগামী অনুষ্ঠানে তাদের সাথে দেখা হবে,আলাপ হবে। আগামীদিনে পুনর্মিলন উৎসবে সমস্ত প্রাক্তনীদের আসবার জন‍্য আহ্বান জানান তিনি ।

আরও পড়ুন: চারঘাট মিলন মন্দির বিদ্যাপীঠের ৭৫ বছরে পা