সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ ঘোষণা, দাবিপূরণ লাদাখবাসীর
- আপডেট : ৩ জুন ২০২৫, মঙ্গলবার
- / 167
পুবের কলম ওয়েবডেস্ক: লাদাখবাসীদের সরকারি চাকরিতে ৮৫ শতাংশ সংরক্ষণ দেওয়ার ঘোষণা করল সরকার। মঙ্গলবার কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের জন্য নতুন সংরক্ষণ এবং আবাসিক নিয়ম চালু করেছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, স্থানীয়দের জন্য ৮৫ শতাংশ চাকরি এবং লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের মোট আসনের এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে ৩৭০ অনুচ্ছেদ রদ ও জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর থেকে লাদাখের মানুষ তাদের ভাষা, সংস্কৃতি এবং জমি রক্ষার জন্য সাংবিধানিক রক্ষাকবচের জন্য বিক্ষোভ করে আসছিল। স্থানীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে সরকার।
ইতিমধ্যে চাকরি, স্বায়ত্তশাসিত পরিষদ এবং ডোমিসাইল সংরক্ষণ নীতিতে পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে বলে সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। নতুন নিয়ম অনুসারে, যারা কেন্দ্রশাসিত অঞ্চলে ১৫ বছর বসবাস করেছেন বা সাত বছর পড়াশোনা করেছেন।
কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে দশম বা দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অংশ নিয়েছেন তারা কেন্দ্রশাসিত অঞ্চলের অধীনে বা ক্যান্টনমেন্ট বোর্ড ব্যতীত অন্য কোনও স্থানীয় বা অন্য কর্তৃপক্ষের অধীনে যে কোনও পদে নিয়োগের উদ্দেশ্যে লাদাখের বাসিন্দা হবেন।
এছাড়াও কেন্দ্রীয় সরকারি আধিকারিক, অল ইন্ডিয়া সার্ভিস অফিসার, পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং কেন্দ্রীয় সরকারের স্বশাসিত সংস্থার আধিকারিক, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, বিধিবদ্ধ সংস্থার আধিকারিক, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সরকারের স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠানের আধিকারিক, যারা মোট ১০ বছর ধরে কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ করেছেন তারাও এই ডোমিসাইলের জন্য যোগ্য হবেন।
অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে। অন্য একটি বিজ্ঞপ্তিতে সরকার বলেছে, যে লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ আইন, ১৯৯৭-এ কাউন্সিলের মোট আসন সংখ্যার কমপক্ষে এক-তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এই আসনগুলি বিভিন্ন আঞ্চলিক নির্বাচনী এলাকায় পর্যায়ক্রমে বরাদ্দ করা যেতে পারে। মহিলাদের জন্য সংরক্ষিত নির্বাচনী এলাকাগুলির রোটেশন সরকারী গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকার জন্য বরাদ্দ ক্রমিক সংখ্যার ভিত্তিতে করা হবে। এদিকে কেন্দ্রের এই পদক্ষেপে দীর্ঘ লড়াইয়ের পর নিজেদের দাবি ও অধিকার ফিরে পেলেন লাদাখবাসী বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


































