১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ৯টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস: মোদি

সুস্মিতা
  • আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
  • / 201

স্টারমার-মোদির আলোচনা, নয়া মিসাইল চুক্তি

পুবের কলম ওয়েবডেস্ক: ভারত ও ব্রিটেনের সম্পর্ক যে নতুন দিগন্তের সন্ধানে, তা আরও একবার প্রমাণিত হল। ভারতীয় পড়ুয়াদের জন্য এক বিরাট সুসংবাদ নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন যে, খুব শীঘ্রই ৯টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস স্থাপন করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার-এর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদি এই ঘোষণা করেন। তিনি বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা ও উদ্ভাবন ক্ষেত্রে ভারত-ইউকে সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। ৪৬ কোটি ডলারের মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত-ব্রিটেনের মধ্যে। ব্রিটেনে তৈরি মিসাইল এবার ব্যবহার করবে ভারতের আর্মি।

মোদি আরও যোগ করেন, বিশ্বজুড়ে অস্থিতিশীলতার এই সময়ে দুই দেশের এই অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কেইর স্টারমার জানান, ভারতে উচ্চশিক্ষার চাহিদা অত্যন্ত বেশি। তিনি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে আরও বেশি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ভারতে ক্যাম্পাস স্থাপন করতে চলেছে। স্টারমার আশা প্রকাশ করেন যে, তার এই সফর দুই দেশের জন্য ভবিষ্যতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নতুন বড় বিনিয়োগ সুরক্ষিত করতে সক্ষম হবে।

বেঙ্গালুরুতে ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলার জন্য ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষরিত হয়েছে এদিন। ইউকে-র শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোগী এবং শিক্ষাবিদসহ ১২৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে স্টারমার-এর এই দুই দিনের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এই শিক্ষামূলক উদ্যোগ সেই লক্ষ্য পূরণেরই একটি অংশ। মাত্র আড়াই মাস আগেই ভারত ও ব্রিটেন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল, যা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে ৯টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস: মোদি

আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

স্টারমার-মোদির আলোচনা, নয়া মিসাইল চুক্তি

পুবের কলম ওয়েবডেস্ক: ভারত ও ব্রিটেনের সম্পর্ক যে নতুন দিগন্তের সন্ধানে, তা আরও একবার প্রমাণিত হল। ভারতীয় পড়ুয়াদের জন্য এক বিরাট সুসংবাদ নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন যে, খুব শীঘ্রই ৯টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস স্থাপন করবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার-এর সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদি এই ঘোষণা করেন। তিনি বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা থেকে শুরু করে শিক্ষা ও উদ্ভাবন ক্ষেত্রে ভারত-ইউকে সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হচ্ছে। ৪৬ কোটি ডলারের মিসাইল চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত-ব্রিটেনের মধ্যে। ব্রিটেনে তৈরি মিসাইল এবার ব্যবহার করবে ভারতের আর্মি।

মোদি আরও যোগ করেন, বিশ্বজুড়ে অস্থিতিশীলতার এই সময়ে দুই দেশের এই অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কেইর স্টারমার জানান, ভারতে উচ্চশিক্ষার চাহিদা অত্যন্ত বেশি। তিনি এই ঘোষণা দিতে পেরে আনন্দিত যে আরও বেশি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় ভারতে ক্যাম্পাস স্থাপন করতে চলেছে। স্টারমার আশা প্রকাশ করেন যে, তার এই সফর দুই দেশের জন্য ভবিষ্যতে হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং নতুন বড় বিনিয়োগ সুরক্ষিত করতে সক্ষম হবে।

বেঙ্গালুরুতে ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির ক্যাম্পাস খোলার জন্য ‘লেটার অব ইনটেন্ট’ স্বাক্ষরিত হয়েছে এদিন। ইউকে-র শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোগী এবং শিক্ষাবিদসহ ১২৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে স্টারমার-এর এই দুই দিনের ভারত সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এই শিক্ষামূলক উদ্যোগ সেই লক্ষ্য পূরণেরই একটি অংশ। মাত্র আড়াই মাস আগেই ভারত ও ব্রিটেন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছিল, যা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।