০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় দুই রাজ্যে বন্দুক হামলায় নিহত ৯

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 194

পুবের কলম ওয়েবডেস্ক:  লস অ্যাঞ্জেলেসের এক পার্কে চিনা নবর্বষের উৎসবে বন্দুক হামলার ঘটনার ৪৮ ঘণ্টার ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে আলাদা তিনটি বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহত ৯ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীও রয়েছে। সোমবার প্রথম বন্দুক হামলাটি চলে উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-র দু’টি খামারে।

দু’টি বন্দুক হামলার ঘটনায় সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। হাফ মুন বে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে। এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি। তবে সান মাতেও কাউন্টি শেরিফ বলেছেন, তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন। তিনি জানান, সন্দেহভাজন একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

এদিকে, আইওয়া অঙ্গরাজ্যে আরেকটি বন্দুক হামলার খবর পাওয়া গেছে। এতে দুই শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম জানিয়েছেন, তিনি মন্টেয়ারি পার্কে হতাহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই তিনি সংবাদ পান হাফ মুন বে হত্যাকাণ্ডের বিষয়ে।

আরও পড়ুন: আমেরিকায় ইসরাইল-বিরোধী জনমত বাড়ছে: পিউ রিসার্চ

টুইটারে তিনি লেখেন, ‘ট্র্যাজেডির পর ট্র্যাজেডি ঘটেই চলেছে।’ উল্লেখ্য, নতুন বছরের প্রথম ২২ দিনে ৩৬টি হামলা হল আমেরিকায়। এতে প্রাণ হারিয়েছেন মোট ৫৯ জন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০২১ সালে আমেরিকায় মোট ৬৯১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ৭০৬ জন, আহত ১৫ জন। আর ২০২২ সালে মোট হামলা হয় ৬৪৮টি। এসব হামলায় নিহত হন ৬৭৩ জন, আহত কয়েক’শ।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় দুই রাজ্যে বন্দুক হামলায় নিহত ৯

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক:  লস অ্যাঞ্জেলেসের এক পার্কে চিনা নবর্বষের উৎসবে বন্দুক হামলার ঘটনার ৪৮ ঘণ্টার ব্যবধানে আমেরিকার ক্যালিফোর্নিয়া ও আইওয়াতে আলাদা তিনটি বন্দুক হামলার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছে। নিহত ৯ জনের মধ্যে ২ জন শিক্ষার্থীও রয়েছে। সোমবার প্রথম বন্দুক হামলাটি চলে উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-র দু’টি খামারে।

দু’টি বন্দুক হামলার ঘটনায় সাতজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। হাফ মুন বে সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণে। এ হামলার ঘটনায় নিহতের সংখ্যা আনুষ্ঠানিক নিশ্চিত করা হয়নি। তবে সান মাতেও কাউন্টি শেরিফ বলেছেন, তিনি ঘটনাটি খতিয়ে দেখছেন। তিনি জানান, সন্দেহভাজন একজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

এদিকে, আইওয়া অঙ্গরাজ্যে আরেকটি বন্দুক হামলার খবর পাওয়া গেছে। এতে দুই শিক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম জানিয়েছেন, তিনি মন্টেয়ারি পার্কে হতাহতদের দেখতে গিয়েছিলেন হাসপাতালে। সেখানেই তিনি সংবাদ পান হাফ মুন বে হত্যাকাণ্ডের বিষয়ে।

আরও পড়ুন: আমেরিকায় ইসরাইল-বিরোধী জনমত বাড়ছে: পিউ রিসার্চ

টুইটারে তিনি লেখেন, ‘ট্র্যাজেডির পর ট্র্যাজেডি ঘটেই চলেছে।’ উল্লেখ্য, নতুন বছরের প্রথম ২২ দিনে ৩৬টি হামলা হল আমেরিকায়। এতে প্রাণ হারিয়েছেন মোট ৫৯ জন। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, ২০২১ সালে আমেরিকায় মোট ৬৯১টি বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে প্রাণ হারান অন্তত ৭০৬ জন, আহত ১৫ জন। আর ২০২২ সালে মোট হামলা হয় ৬৪৮টি। এসব হামলায় নিহত হন ৬৭৩ জন, আহত কয়েক’শ।

আরও পড়ুন: গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?