০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইউটিইউবে এটিএম লুঠের প্রশিক্ষণ, বিপদে ফেলল সিসিটিভি, গ্রেফতার

সামিমা এহসানা
  • আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার
  • / 18

পুবের কলম ওয়েব ডেস্ক: সহজে উপার্জনের উপায় খুঁজছিল বিহারের গয়ার সঞ্জীব কুমার নামে এক যুবক। বন্ধুদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ চাইলে তারা বলে, ইউটিউবে এটিএম ফ্রড দিল্লি শটস লিখে খুঁজলে এটিএম ভেঙে সহজে টাকা বের করার উপায় শেখা যাবে। সেখান থেকেই এটিএম ভাঙার যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান সংগ্রহ করে, জালিয়াতির কাজে নেমে পড়ে সঞ্জীব।

প্রথমে কোডরমার একটি এটিএম এ জালিয়াতি করতে সফল হয় সঞ্জীব ও তার সহযোগী সঞ্জয় কুমার সিং। কিন্তু গিরিডির একটি একটি এটিএম থেকে টাকা বের করতে গিয়ে বিপদে পড়ে তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

ইউটিউব ও গুগলকে নির্দেশ দেওয়া হয়েছে, অপরাধ শেখানো হয়, এমন ধরণের ভিডিয়ো সরিয়ে নিতে। তা না হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউটিইউবে এটিএম লুঠের প্রশিক্ষণ, বিপদে ফেলল সিসিটিভি, গ্রেফতার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সহজে উপার্জনের উপায় খুঁজছিল বিহারের গয়ার সঞ্জীব কুমার নামে এক যুবক। বন্ধুদের কাছ থেকে এই বিষয়ে পরামর্শ চাইলে তারা বলে, ইউটিউবে এটিএম ফ্রড দিল্লি শটস লিখে খুঁজলে এটিএম ভেঙে সহজে টাকা বের করার উপায় শেখা যাবে। সেখান থেকেই এটিএম ভাঙার যন্ত্রপাতি সম্পর্কে জ্ঞান সংগ্রহ করে, জালিয়াতির কাজে নেমে পড়ে সঞ্জীব।

প্রথমে কোডরমার একটি এটিএম এ জালিয়াতি করতে সফল হয় সঞ্জীব ও তার সহযোগী সঞ্জয় কুমার সিং। কিন্তু গিরিডির একটি একটি এটিএম থেকে টাকা বের করতে গিয়ে বিপদে পড়ে তারা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

ইউটিউব ও গুগলকে নির্দেশ দেওয়া হয়েছে, অপরাধ শেখানো হয়, এমন ধরণের ভিডিয়ো সরিয়ে নিতে। তা না হলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবে পুলিশ।