২০ অগাস্ট ২০২৫, বুধবার, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মহারাষ্ট্র আইএস সন্ত্রাসী মামলা: এনআইএ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে
শফিকুল ইসলাম
- আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার
- / 17
পুবের কলম ওয়েব ডেস্ক:
জাতীয় তদন্ত সংস্থা এনআইএ ইসলামিক স্টেটের (আইএস) একটি মডিউলের জন্য নিয়োগ ও তহবিল সংগ্রহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মুম্বইয়ের বিশেষ আদালতে একটি চার্জশিট জমা দিয়েছে।
চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- তাবিশ নাসের সিদ্দিকি, জুলফিকার আলি বারোদাওয়ালা ওরফে লালাভাই, শারজিল শেখ, আকিফ আতেক নাচান, জুবায়ের নূর মোহাম্মদ শেখ ওরফে আবু নুসাইবা এবং আদনান আলি সরকার।
এনআইএ আধিকারিকদের দাবি, মহারাষ্ট্র আইএস সন্ত্রাসী মডিউল মামলায় এখন পর্যন্ত তদন্তে আন্তর্জাতিক সংযোগ এবং বিদেশী ভিত্তিক আইএস হ্যান্ডলারদের জড়িত থাকার বিষয়ে একটি বৃহত্তর ষড়যন্ত্র প্রকাশ পেয়েছে।
Tag :