০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ফোনে কথা বলার সময় শিশুর কান্না, ধাক্কা দিয়ে ২ বছরের সন্তানকে মেরে ফেলল ‘মা’

সামিমা এহসানা
- আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার
- / 14
পুবের কলম ওয়েব ডেস্ক: স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ার পর দুই বছরের সন্তান ও নিজেকে ঘরে বন্দী করে নিয়েছিল ঝাড়খণ্ডের গিরিডির আফসানা খাতুন। তারপর ফোনে কথা বলছিল সে। তখন কেঁদে ওঠে ২ বছরের খুদে। রাগে তাকে বিছানা থেকে ঠেলে ফেলে দেয় সে। মৃত্যু হয় শিশুর। তখনও চুপ ছিল ‘মা’। স্বামী নিজামুদ্দিনকে ঘুমাতে যাওয়ার জন্যে ডাকার পর সে দেখে, সাড়া দিচ্ছে না তার পুত্র। অভিযুক্তের শ্বশুর, রোজান পুলিশকে জানায়, শ্বাসরোধ করে তার নাতিকে খুন করা হয়েছে। এরপর পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে। সে জানায়, ‘খুন করতে চাইনি। রাগের মাথায় বিছানা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম।’
Tag :
Jharkhand woman strangles 2 year old son for crying during her call arrested ধাক্কা দিয়ে ২ বছরের সন্তানকে মেরে ফেলল মা ফোনে কথা বলার সময় শিশুর কান্না