০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনেজ মৎস্যজীবির জালে বিরল প্রজাতির কিং কোবরা

পুবের কলম ওয়েবডেস্কঃ হিঙ্গলগঞ্জ এর পর সন্দেশখালিতে মৎস্যজীবির জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক কিং কোবরা। গত এক সপ্তাহে দুটি বিরল প্রজাতির সাপ উদ্ধার হল হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি থেকে।  রবিবার বিকেলে সুন্দরবনের সন্দেশখালি ২ ব্লকের খুলনা গ্রামের মৎস্যজীবী মতিরাম সরদারের জালে ১১ ফুট লম্বা কালো, রুপালি রংয়ের কিং কোবরা প্রজাতির সাপটি ধরা পড়ল।

প্রাথমিক অনুমান‌ ইয়াস বিধ্বস্ত সুন্দরবন  লাগোয়া জঙ্গল থেকে রায়মঙ্গল নদী পার হয়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এই প্রজাতির সাপ গুলো সম্ভবত জঙ্গলে দেখা যায়। যেহেতু ইয়াসের  মত বড় বিপর্যয় ঘটে যাওয়ার পরে জঙ্গলের একদিকে নোনাজল অন্যদিকে জীবজন্তু পশুপাখি দের খাবার এর ঘাটতি দেখা দিচ্ছে। যার কারণে সাপও লোকালয় আসছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।বনদপ্তর কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ঝিঙ্গাখালি  ফরেস্টের বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা করে তাকে সুস্থ করে  ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনকর্মীরা ।২২ জুন  হিঙ্গলগঞ্জ এর মামুদপুরে মৎস্যজীবীর জালে বিশালাকার কাল কেউটে সাপ ধরা পড়েছিল। এই নিয়ে গত এক সপ্তাহে দুটি বিরল প্রজাতির সাপ ধরা পরল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

‘জয় শ্রী রাম’ বলাতে চাপ, বিজেপির রাজ্যে নির্যাতনের শিকার কাশ্মীরি ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনেজ মৎস্যজীবির জালে বিরল প্রজাতির কিং কোবরা

আপডেট : ২৮ জুন ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ হিঙ্গলগঞ্জ এর পর সন্দেশখালিতে মৎস্যজীবির জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক কিং কোবরা। গত এক সপ্তাহে দুটি বিরল প্রজাতির সাপ উদ্ধার হল হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালি থেকে।  রবিবার বিকেলে সুন্দরবনের সন্দেশখালি ২ ব্লকের খুলনা গ্রামের মৎস্যজীবী মতিরাম সরদারের জালে ১১ ফুট লম্বা কালো, রুপালি রংয়ের কিং কোবরা প্রজাতির সাপটি ধরা পড়ল।

প্রাথমিক অনুমান‌ ইয়াস বিধ্বস্ত সুন্দরবন  লাগোয়া জঙ্গল থেকে রায়মঙ্গল নদী পার হয়ে খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছে। এই প্রজাতির সাপ গুলো সম্ভবত জঙ্গলে দেখা যায়। যেহেতু ইয়াসের  মত বড় বিপর্যয় ঘটে যাওয়ার পরে জঙ্গলের একদিকে নোনাজল অন্যদিকে জীবজন্তু পশুপাখি দের খাবার এর ঘাটতি দেখা দিচ্ছে। যার কারণে সাপও লোকালয় আসছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের।বনদপ্তর কে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ঝিঙ্গাখালি  ফরেস্টের বনকর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা করে তাকে সুস্থ করে  ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনকর্মীরা ।২২ জুন  হিঙ্গলগঞ্জ এর মামুদপুরে মৎস্যজীবীর জালে বিশালাকার কাল কেউটে সাপ ধরা পড়েছিল। এই নিয়ে গত এক সপ্তাহে দুটি বিরল প্রজাতির সাপ ধরা পরল।