০৫ নভেম্বর ২০২৫, বুধবার, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মুসলিম পড়ুয়াকে চড়: ছাত্রদের কাউন্সেলিং না করানোয় ইউপি সরকারকে ধমক সুপ্রিম কোর্টের

সামিমা এহসানা
  • আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
  • / 34

পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি স্কুলে ক্লাস থ্রির এক ছাত্রকে সহপাঠীদের হাতে চড় খাইয়েছিলেন এক ‘শিক্ষিকা’। সেই মামালায় নতুন করে উত্তরপ্রদেশ সরকারকে ধমক দিল সুপ্রিম কোর্ট। যে সহপাঠীরা শিক্ষিকার নির্দেশে বন্ধুকে চড় মারতে বাধ্য হয়েছিল, তাদের কাউন্সেলিং করাতে বলেছিল আদালত। কিন্তু ইউপি সরকার তাতে কর্ণপাত করেনি। শুক্রবার ধমক দিয়ে সুপ্রিম কোর্ট নতুন করে আদেশ দেয়, খুব শিঘ্রই যেন ওই পড়ুয়াদের কাউন্সিং করিয়ে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেয় তারা।

ওই পড়ুয়া নাকি হোম ওয়ার্ক করেনি। এই ছুতোয় একের পর এক চড় পড়ছিল ক্লাস থ্রির ছাত্রের গালে। আসল কারণ ছিল ওই শিক্ষিকার মুসলিম বিদ্বেষ। এই কাজ যখন তিনি করাচ্ছিলেন কচি–কাঁচাদের হাতে, তখন তার মুখ থেকে বের হচ্ছিল ইসলাম বিদ্বেষের ফোয়ারা। পরে মামলা দায়ের হয় শিক্ষিকার বিরুদ্ধে। কিন্তু ঘৃণা ছাড়ানোর দায়ে তাকে গ্রেফতার করেনি যোগী পুলিশ।

আরও পড়ুন: বিতর্কের জের! মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বিজেপি নেতা

 

আরও পড়ুন: উত্তরাখণ্ডে বিজেপি নেতার মেয়ের বিয়ে মুসলিম ছেলের সঙ্গে! ‘ঐতিহ্যবিরোধী’ বলে সরব কট্টর হিন্দুত্ববাদীরা

আরও পড়ুন: হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রণয়ে সহমত পোষণ, ১৮ জন পড়ুয়াকে সাসপেন্ড কর্নাটকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুসলিম পড়ুয়াকে চড়: ছাত্রদের কাউন্সেলিং না করানোয় ইউপি সরকারকে ধমক সুপ্রিম কোর্টের

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার

পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের মুজফফরনগরের একটি স্কুলে ক্লাস থ্রির এক ছাত্রকে সহপাঠীদের হাতে চড় খাইয়েছিলেন এক ‘শিক্ষিকা’। সেই মামালায় নতুন করে উত্তরপ্রদেশ সরকারকে ধমক দিল সুপ্রিম কোর্ট। যে সহপাঠীরা শিক্ষিকার নির্দেশে বন্ধুকে চড় মারতে বাধ্য হয়েছিল, তাদের কাউন্সেলিং করাতে বলেছিল আদালত। কিন্তু ইউপি সরকার তাতে কর্ণপাত করেনি। শুক্রবার ধমক দিয়ে সুপ্রিম কোর্ট নতুন করে আদেশ দেয়, খুব শিঘ্রই যেন ওই পড়ুয়াদের কাউন্সিং করিয়ে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেয় তারা।

ওই পড়ুয়া নাকি হোম ওয়ার্ক করেনি। এই ছুতোয় একের পর এক চড় পড়ছিল ক্লাস থ্রির ছাত্রের গালে। আসল কারণ ছিল ওই শিক্ষিকার মুসলিম বিদ্বেষ। এই কাজ যখন তিনি করাচ্ছিলেন কচি–কাঁচাদের হাতে, তখন তার মুখ থেকে বের হচ্ছিল ইসলাম বিদ্বেষের ফোয়ারা। পরে মামলা দায়ের হয় শিক্ষিকার বিরুদ্ধে। কিন্তু ঘৃণা ছাড়ানোর দায়ে তাকে গ্রেফতার করেনি যোগী পুলিশ।

আরও পড়ুন: বিতর্কের জের! মুসলিম ছেলের সঙ্গে মেয়ের বিয়ে ভাঙলেন বিজেপি নেতা

 

আরও পড়ুন: উত্তরাখণ্ডে বিজেপি নেতার মেয়ের বিয়ে মুসলিম ছেলের সঙ্গে! ‘ঐতিহ্যবিরোধী’ বলে সরব কট্টর হিন্দুত্ববাদীরা

আরও পড়ুন: হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের প্রণয়ে সহমত পোষণ, ১৮ জন পড়ুয়াকে সাসপেন্ড কর্নাটকে