২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাফায় ইসরাইল অভিযান চালালে পরিণতি হবে ভয়াবহ: সউদি

শফিকুল ইসলাম
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
  • / 118

পুবের কলম ওয়েব ডেস্ক:

ইসরাইল গাজা উপত্যকার রাফায় অভিযানের পরিকল্পনা করছে । তবে এর আগেই হুঁশিয়ার করে দিল সউদি আরব। দেশটি জানিয়েছে, রাফায় অভিযান চালালে ইসরাইলকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এর পরিণতি হবে ভয়াবহ। শনিবার সউদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরাইলের উচিত এ হামলা থেকে বিরত থাকা। নতুবা এর পরিণতি হবে ভয়াবহ। এ ব্যাপারে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে সউদি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নিদের্শ দিয়েছেন।

গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির বাস। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছেন। এ অঞ্চলে হামলা করলে ইসরাইল অমানবিকতার ষোল কলা পূর্ণ করবে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। বর্বর হামলায় এ পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন ৬৮ হাজার মানুষ।

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাফায় ইসরাইল অভিযান চালালে পরিণতি হবে ভয়াবহ: সউদি

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক:

ইসরাইল গাজা উপত্যকার রাফায় অভিযানের পরিকল্পনা করছে । তবে এর আগেই হুঁশিয়ার করে দিল সউদি আরব। দেশটি জানিয়েছে, রাফায় অভিযান চালালে ইসরাইলকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এর পরিণতি হবে ভয়াবহ। শনিবার সউদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরাইলের উচিত এ হামলা থেকে বিরত থাকা। নতুবা এর পরিণতি হবে ভয়াবহ। এ ব্যাপারে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে সউদি।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নিদের্শ দিয়েছেন।

গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির বাস। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছেন। এ অঞ্চলে হামলা করলে ইসরাইল অমানবিকতার ষোল কলা পূর্ণ করবে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। বর্বর হামলায় এ পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন ৬৮ হাজার মানুষ।