১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোনও মানসিক অসুস্থতা নেই, সন্তান খুনে সূচনা শেঠের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিল পুলিশ

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
  • / 26

পুবের কলম, ওয়েবডেস্ক:  শিশুপুত্রকে নৃশংস খুনের ঘটনায় সূচনা শেঠের (Suchana Seth) বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। পুলিশের দাবি, সূচনা মানসিক অসুস্থ নয়, তার আত্মহত্যার ইচ্ছেও ছিল না। এমনকি তার যুক্তিযুক্ত উত্তরে কোনও মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়নি।

মঙ্গলবার পুলিশ আদালতকে জানিয়েছে, এআই স্টার্ট-আপের সিইও সূচনা শেঠ (Suchana Seth) তার চার বছরের শিশুপুত্রকে খুনের অভিযোগে অভিযুক্ত। তার মেডিক্যাল পরীক্ষায় কোনও মানসিক ব্যধি বা মানসিক অসঙ্গতি পাওয়া যায়নি। পুলিশ গোয়ার শিশু আদালতে ২ ফেব্রুয়ারিতে মনোবিজ্ঞান ও মানব আচরণের ইনস্টিটিউট থেকে মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেশ করেছে।

মেডিক্যাল রিপোর্ট বলছে, “সাইকোপ্যাথলজি” (মানসিক অসুস্থতা) নেই,  সূচনা শেঠ (Suchana Seth) নিজেকে শেষ করে দেওয়া বা আত্মহত্যার কোনও প্রবণতা ধরা পড়েনি।

 

 

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কোনও মানসিক অসুস্থতা নেই, সন্তান খুনে সূচনা শেঠের মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিল পুলিশ

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  শিশুপুত্রকে নৃশংস খুনের ঘটনায় সূচনা শেঠের (Suchana Seth) বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ। পুলিশের দাবি, সূচনা মানসিক অসুস্থ নয়, তার আত্মহত্যার ইচ্ছেও ছিল না। এমনকি তার যুক্তিযুক্ত উত্তরে কোনও মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়নি।

মঙ্গলবার পুলিশ আদালতকে জানিয়েছে, এআই স্টার্ট-আপের সিইও সূচনা শেঠ (Suchana Seth) তার চার বছরের শিশুপুত্রকে খুনের অভিযোগে অভিযুক্ত। তার মেডিক্যাল পরীক্ষায় কোনও মানসিক ব্যধি বা মানসিক অসঙ্গতি পাওয়া যায়নি। পুলিশ গোয়ার শিশু আদালতে ২ ফেব্রুয়ারিতে মনোবিজ্ঞান ও মানব আচরণের ইনস্টিটিউট থেকে মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেশ করেছে।

মেডিক্যাল রিপোর্ট বলছে, “সাইকোপ্যাথলজি” (মানসিক অসুস্থতা) নেই,  সূচনা শেঠ (Suchana Seth) নিজেকে শেষ করে দেওয়া বা আত্মহত্যার কোনও প্রবণতা ধরা পড়েনি।