ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতির প্রস্তাব আনতে চলেছে যুক্তরাষ্ট্র সহ আরব দেশগুলি

- আপডেট : ১৫ ফেব্রুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
- / 12
পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধে পদক্ষেপ করতে চলেছে কয়েকটি দেশ। দীর্ঘদিন ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের ইতি ও শান্তি চুক্তির জন্য পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র সহ আরব লিগের বেশ কয়েকটি দেশ। এছাড়াও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়া সময়ের অপেক্ষা, এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। তাতে বলা হয়েছে, আলোচনা এবং পরিকল্পনার মূল বিষয় হতে পারে ইসরাইল ও হামাসের মধ্যে প্রাথমিক যুদ্ধবিরতির বিষয়টি। যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বক্তব্য, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে তারা সব ধরণের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধবিরতি দীর্ঘ মেয়াদি না হলেও অন্তত এক মাসেরও বেশি সময় হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। মার্কিন প্রতিবেদনে প্রকাশ, যুক্তরাষ্ট্র ও আরব লিগের বেশকিছু দেশ একটি অন্তর্বর্তীকালীন স্বাধীন ফিলিস্তিনি সরকার গঠনের কথা বলা হয়েছে। এই পরিকল্পনা সপক্ষে সমর্থনের জন্য পরিকল্পনা করছে দেশগুলি। তবে উদ্বেগের বিষয়, ইসরাইল এ ধরনের পদক্ষেপে সম্মতি দেবে কিনা! তা স্পষ্ট হয়নি।