০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘ভারত বিরোধী লেখা’, কেন্দ্র সরকারের চাপে দেশ ছাড়লেন ফরাসি সাংবাদিক

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘ভারত বিরোধী লেখা’, কেন্দ্র সরকারের রক্তচক্ষুর চাপে দেশ ছাড়তে বাধ্য হলেন ফরাসি সাংবাদিক ভেনেসা ডগনাক। এক মর্মস্পর্শীবার্তায় ভারত ছাড়ার কষ্ট তুলে ধরেছেন ভেনেসা। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তাঁর লেখা নিবন্ধগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে চলতে থাকা আইনি প্রক্রিয়ার জন্য আর অপেক্ষা করতে রাজি নন, একথা জানিয়ে শনিবার ভারত ছেড়ে চলে গেলেন ভেনেসা।

যাওয়ার আগে সমাজমাধ্যমে মর্মস্পর্শী বার্তায় তিনি লিখেছেন, ‘আজ আমি ভারত ছাড়ছি। ২৫ বছর আগে যে দেশে এসেছিলাম পড়ুয়া হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছি ২৩ বছর। এখানেই আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি এবং একেই আমি আমার বাড়ি বলতাম।’ সেই সঙ্গে ভেনেসা জানান, নিজের ইচ্ছায় তিনি ভারত ছেড়ে যাচ্ছেন না, ভারত সরকারই তাকে দেশ ছাড়তে বাধ্য করল।

প্রসঙ্গত, সাংবাদিক ভেনেসা ডগনাক লা ক্রক্স ও লা পয়েন্টের মতো ফরাসি প্রকাশনার করেসপন্ডেন্ট ছিলেন। পাশাপাশি বেলজিয়ান দৈনিক লা সয়র ও সুইস সংবাদপত্র লা টেম্পসেও কাজ করতেন ভেনেসা। গত মাসে ভেনেসার কাছে কেন্দ্রের তরফে নোটিশ পাঠানো হয়। ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ তাদের নোটিশে জানিয়েছিল, তাঁর ওসিএল কার্ড বাতিল হতে পারে। কারণ তিনি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে কোনও বিশেষ অনুমতি ছাড়াই সাংবাদিকতা করছিলেন। এই পরিস্থিতিতে দেশ ছাড়লেন ওই সাংবাদিক।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যোগী রাজ্যে ফের ধর্ষণের শিকার তেরো বছরের বালিকা, তদন্তে পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভারত বিরোধী লেখা’, কেন্দ্র সরকারের চাপে দেশ ছাড়লেন ফরাসি সাংবাদিক

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  ‘ভারত বিরোধী লেখা’, কেন্দ্র সরকারের রক্তচক্ষুর চাপে দেশ ছাড়তে বাধ্য হলেন ফরাসি সাংবাদিক ভেনেসা ডগনাক। এক মর্মস্পর্শীবার্তায় ভারত ছাড়ার কষ্ট তুলে ধরেছেন ভেনেসা। সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ তাঁর লেখা নিবন্ধগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে চলতে থাকা আইনি প্রক্রিয়ার জন্য আর অপেক্ষা করতে রাজি নন, একথা জানিয়ে শনিবার ভারত ছেড়ে চলে গেলেন ভেনেসা।

যাওয়ার আগে সমাজমাধ্যমে মর্মস্পর্শী বার্তায় তিনি লিখেছেন, ‘আজ আমি ভারত ছাড়ছি। ২৫ বছর আগে যে দেশে এসেছিলাম পড়ুয়া হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছি ২৩ বছর। এখানেই আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি এবং একেই আমি আমার বাড়ি বলতাম।’ সেই সঙ্গে ভেনেসা জানান, নিজের ইচ্ছায় তিনি ভারত ছেড়ে যাচ্ছেন না, ভারত সরকারই তাকে দেশ ছাড়তে বাধ্য করল।

প্রসঙ্গত, সাংবাদিক ভেনেসা ডগনাক লা ক্রক্স ও লা পয়েন্টের মতো ফরাসি প্রকাশনার করেসপন্ডেন্ট ছিলেন। পাশাপাশি বেলজিয়ান দৈনিক লা সয়র ও সুইস সংবাদপত্র লা টেম্পসেও কাজ করতেন ভেনেসা। গত মাসে ভেনেসার কাছে কেন্দ্রের তরফে নোটিশ পাঠানো হয়। ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ তাদের নোটিশে জানিয়েছিল, তাঁর ওসিএল কার্ড বাতিল হতে পারে। কারণ তিনি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে কোনও বিশেষ অনুমতি ছাড়াই সাংবাদিকতা করছিলেন। এই পরিস্থিতিতে দেশ ছাড়লেন ওই সাংবাদিক।