১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকায় অবসরের সিদ্ধান্ত মঈনের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 8

পুবের কলম ওয়েবডেস্কঃ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার মধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার মঈন আলী। ৩৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার হঠাৎ এই অবসরের জন্য কোভিড পরিস্থিতিতে লম্বা সময় পরিবার থেকে দূরে থাকার ব্যাপারটিকে কাঠগড়ায় তুলেছেন। ৬৪ ম্যাচে ২ হাজার ৯১৪ রান ও ১৯৫ উইকেট শিকারী মঈন এখন শুধু সীমিত ওভার ক্রিকেটে মনোনিবেশ করতে চান। বিদায়বেলায় মঈন আলী বলেন, ‘টেস্ট ক্রিকেট অসাধারণ। একটি ভালো দিন কাটালে অন্য যে কোনো সংস্করণের চেয়ে বেশি ভালো লাগে, বেশি তৃপ্তিদায়ক এবং মনে হয়, সত্যিই এটি অর্জন করে নিতে হয়েছে। টেস্ট ক্রিকেট উপভোগ করেছি, কিন্তু কখনও কখনও লড়াইয়ের তীব্রতা এখানে অনেক বেশি এবং আমার মনে হয়, যথেষ্ট করেছি এবং যা করেছি, তা নিয়ে আমি খুশি ও সন্তুষ্ট। এখন আমার বয়স  ৩৪, যতদিন সম্ভব খেলে যেতে চাই ও নিজের ক্রিকেট স্রেফ উপভোগ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সতীর্থদের সঙ্গে মাঠে নামা, স্নায়ুর চাপকে সঙ্গী করে বিশ্বের সেরাদের বিপক্ষে লড়াই আমি মিস করব। বোলিংয়ের দিক থেকে, নিজের সেরা বলে যে কাউকে আউট করতে পারব, এই অনুভূতিটাকে মিস করব। কু, রুটদের  নেতৃত্বে খেলে উপভোগ করেছি, আশা করি ওরাও আমার খেলায় খুশি ।’

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

করোনায় পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকায় অবসরের সিদ্ধান্ত মঈনের

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলার মধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার মঈন আলী। ৩৪ বছর বয়সী অফ স্পিনিং অলরাউন্ডার হঠাৎ এই অবসরের জন্য কোভিড পরিস্থিতিতে লম্বা সময় পরিবার থেকে দূরে থাকার ব্যাপারটিকে কাঠগড়ায় তুলেছেন। ৬৪ ম্যাচে ২ হাজার ৯১৪ রান ও ১৯৫ উইকেট শিকারী মঈন এখন শুধু সীমিত ওভার ক্রিকেটে মনোনিবেশ করতে চান। বিদায়বেলায় মঈন আলী বলেন, ‘টেস্ট ক্রিকেট অসাধারণ। একটি ভালো দিন কাটালে অন্য যে কোনো সংস্করণের চেয়ে বেশি ভালো লাগে, বেশি তৃপ্তিদায়ক এবং মনে হয়, সত্যিই এটি অর্জন করে নিতে হয়েছে। টেস্ট ক্রিকেট উপভোগ করেছি, কিন্তু কখনও কখনও লড়াইয়ের তীব্রতা এখানে অনেক বেশি এবং আমার মনে হয়, যথেষ্ট করেছি এবং যা করেছি, তা নিয়ে আমি খুশি ও সন্তুষ্ট। এখন আমার বয়স  ৩৪, যতদিন সম্ভব খেলে যেতে চাই ও নিজের ক্রিকেট স্রেফ উপভোগ করতে চাই।’ তিনি আরও বলেন, ‘সতীর্থদের সঙ্গে মাঠে নামা, স্নায়ুর চাপকে সঙ্গী করে বিশ্বের সেরাদের বিপক্ষে লড়াই আমি মিস করব। বোলিংয়ের দিক থেকে, নিজের সেরা বলে যে কাউকে আউট করতে পারব, এই অনুভূতিটাকে মিস করব। কু, রুটদের  নেতৃত্বে খেলে উপভোগ করেছি, আশা করি ওরাও আমার খেলায় খুশি ।’