২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার উবেরের পার্টনার হতে পারে আদানি

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
  • / 67

পুবের কলম ওয়েব ডেস্ক: জয়প্রিয় অ্যাপ ক্যাব উবেরেরও এবার অংশীদার হতে পারেন গৌতম আদানি। সম্প্রতি উবেরের সিইও দারা খোশরোওশাহির সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। দারা ভারতে এসিছিলেন। তখনই হয় বৈঠক। গৌতম আদানি নিজেই বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। সেখানে আদানি লেখেন, ফলপ্রসু বৈঠক হয়েছে উবেরের সিইওর সঙ্গে। ভারতে উবেরের ভবিষ্যত নিয়ে দারার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক। ভারতের গাড়ির ড্রাইভার ও তাদের মর্যাদা নিয়ে যেভাবে ভাবছে উবের তা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে দারা ও তাঁর টিমের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যে অপেক্ষায় রইলাম।

আদানি ও দারা দু’জনেই বৈঠক সম্পর্কে যে ইতিবাচক বার্তা দিয়েছেন, তা দেখে মনে হয়, খুব শীঘ্রই উবেরের পার্টনার হিসেবে কাজ করতে পারে আদানি গ্রুপ। গত ১০ বছরে বিভিন্ন সেক্টরে ব্যবসা বাড়িয়েছে আদানি গ্রুপ। জাহাজ হোক, কয়লা বা সংবাদমাধ্যম একের পর এক জায়গায় ডালপালা ছড়াচ্ছে গৌতম আদানির কোম্পানি।

আরও পড়ুন: আজমির শরীফে স্বাগত জানানো হল গৌতম আদানি ও তাঁর স্ত্রীকে

আরও পড়ুন: শুক্রবার দুর্নীতির অভিযোগের রিপোর্ট সামনে আসতেই শেয়ার বাজারে ২ লক্ষ কোটি টাকা হারালেন গৌতম আদানি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার উবেরের পার্টনার হতে পারে আদানি

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: জয়প্রিয় অ্যাপ ক্যাব উবেরেরও এবার অংশীদার হতে পারেন গৌতম আদানি। সম্প্রতি উবেরের সিইও দারা খোশরোওশাহির সঙ্গে বৈঠক করেছেন গৌতম আদানি। দারা ভারতে এসিছিলেন। তখনই হয় বৈঠক। গৌতম আদানি নিজেই বৈঠকের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেন। সেখানে আদানি লেখেন, ফলপ্রসু বৈঠক হয়েছে উবেরের সিইওর সঙ্গে। ভারতে উবেরের ভবিষ্যত নিয়ে দারার দৃষ্টিভঙ্গি অনুপ্রেরণাদায়ক। ভারতের গাড়ির ড্রাইভার ও তাদের মর্যাদা নিয়ে যেভাবে ভাবছে উবের তা খুবই প্রশংসনীয়। ভবিষ্যতে দারা ও তাঁর টিমের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যে অপেক্ষায় রইলাম।

আদানি ও দারা দু’জনেই বৈঠক সম্পর্কে যে ইতিবাচক বার্তা দিয়েছেন, তা দেখে মনে হয়, খুব শীঘ্রই উবেরের পার্টনার হিসেবে কাজ করতে পারে আদানি গ্রুপ। গত ১০ বছরে বিভিন্ন সেক্টরে ব্যবসা বাড়িয়েছে আদানি গ্রুপ। জাহাজ হোক, কয়লা বা সংবাদমাধ্যম একের পর এক জায়গায় ডালপালা ছড়াচ্ছে গৌতম আদানির কোম্পানি।

আরও পড়ুন: আজমির শরীফে স্বাগত জানানো হল গৌতম আদানি ও তাঁর স্ত্রীকে

আরও পড়ুন: শুক্রবার দুর্নীতির অভিযোগের রিপোর্ট সামনে আসতেই শেয়ার বাজারে ২ লক্ষ কোটি টাকা হারালেন গৌতম আদানি