২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
নির্বাচনী বন্ড নিয়ে বিজেপিকে বিঁধলেন মিম প্রধান, প্রধানমন্ত্রী কাকে বাছবেন? প্রশ্ন ছুড়লেন ওয়াইসি

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৯ মার্চ ২০২৪, শুক্রবার
- / 40
পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনী বন্ড নিয়ে বিজেপি সরকারকে বিঁধলেন মিম প্রধান ও হায়দরাবাদের বিদায়ী সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। দেশের টেলিকম পলিসি বদলের পেছনে বিরাট অবৈধ লেনদেন ছিল বলে অভিযোগ তুললেন তিনি। মিম প্রধান বলেন, “একটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকা নেওয়া হয়েছিল। তারপরেই এনডিএ সরকার টেলিকম নীতির বদল ঘটিয়েছে।” তাঁর কথায়, আপনারা বুঝতেই পারছেন এই পলিসি বদলের ফলে কার সুবিধা হল! যদি ২জি কেলেঙ্কারি হয়ে থাকে তবে এটাকে কী বলবেন? এদিন নিজের এক্স হ্যান্ডেলে আসাদউদ্দিন ওয়াইসি লেখেন, “প্রধানমন্ত্রী হিসাবে কাকে বাছবেন সেটা একবার ভেবে দেখুন। যিনি সবসময় অত্যাচারিতদের পাশে থাকেন তাঁকে, নাকি যিনি ধনীদের পাশে থাকেন তাঁকে।’
Tag :
AIMIM chief Asaduddin Owaisi AIMIM Chief stung the BJP with the election bond All India Majlis-e-Ittehad-ul-Muslimeen Telangana who will the Prime Minister choose? Owaisi asked the question