০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ টাকা! জানেন কি বিশ্বের এই মহার্ঘ চায়ের সাত সতেরো?

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৯ অক্টোবর ২০২১, শনিবার
  • / 28

পুবের কলম ওয়বেডেস্কঃ কখনও ভেবেছেন এক কাপ চা, তাও নাকি সোনার চেয়ে দামি। এক কাপ চায়ের দাম ভারতীয় মুদ্রায়  সাড়ে সাত লক্ষ টাকা

বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম  ‘’দ্য হোং পাও। চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে  উৎপন্ন হয় এই মহার্ঘ চা।

আরও পড়ুন: এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

এই মুহুর্তে সারা বিশ্ব জুড়ে অতি বিরল এই চায়ের গাছ হাতেগোনা কয়েকটি দেশে মেলে যার মধ্যে অন্যতন চিন। চিনে মোট দ্য হোং পাও গাছের মোট ৬টি গাছ আছে।

২০০৬  সালে চিন এই ছটি গাছের মোট জন্য মোট  ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে। এক কেজি চায়ের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা। বিশুদ্ধ জলে মাটির পাত্রে এই চা বানানোই নাকি নিয়ম।

কেন এত দাম এই চায়ের জেনে নেওয়া যাক। এই চা এর পাতায় থাকে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবনয়েড। যা শরীরের জন্য অত্যন্ত উপযোগী। এই চা পান নিয়মিত পান করলে ত্বকের জেল্লা এবং মসৃনতা দুই বাড়ে। এর সঙ্গে রয়েছে সুগন্ধ।

তবে পিছিয়ে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের তিয়েগুনিন চাঅ। এটিও বিশ্বের অন্যতম দামী চায়ের মধ্যে অন্যতম। এই চায়ের দাম প্রতি কিলো তিন হাজার মার্কিন ডলার। এই চা এত মূল্যবান হওয়ার কারণ, এর স্বাদ, সুগন্ধ এবং প্রস্তুত প্রণালী।

১৬৫০ সালে চিনেই প্রথম চায়ের আবিষ্কার হয়। ১৮০০ সালে ব্রিটিশদের হাত ধরে চা এই দেশে আসে।

কি ভাবছেন একবারকি  অর্ডার করেই দেখবেন নাকি বিশ্বের এই মহার্ঘ চা এর।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক কাপ চায়ের দাম সাড়ে সাত লক্ষ টাকা! জানেন কি বিশ্বের এই মহার্ঘ চায়ের সাত সতেরো?

আপডেট : ৯ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম ওয়বেডেস্কঃ কখনও ভেবেছেন এক কাপ চা, তাও নাকি সোনার চেয়ে দামি। এক কাপ চায়ের দাম ভারতীয় মুদ্রায়  সাড়ে সাত লক্ষ টাকা

বিশ্বের অন্যতম দামি এই চায়ের নাম  ‘’দ্য হোং পাও। চিনের ফুজিয়ান প্রদেশের উয়ি পর্বতে  উৎপন্ন হয় এই মহার্ঘ চা।

আরও পড়ুন: এক কেজির দাম ১৬ কোটি টাকা, বাজারে আসছে বিশ্বের সবচেয়ে দামী চা, যত পড়বেন ততই অবাক হবেন

এই মুহুর্তে সারা বিশ্ব জুড়ে অতি বিরল এই চায়ের গাছ হাতেগোনা কয়েকটি দেশে মেলে যার মধ্যে অন্যতন চিন। চিনে মোট দ্য হোং পাও গাছের মোট ৬টি গাছ আছে।

২০০৬  সালে চিন এই ছটি গাছের মোট জন্য মোট  ১১৭ কোটি টাকার বিমা করিয়েছে। এক কেজি চায়ের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা। বিশুদ্ধ জলে মাটির পাত্রে এই চা বানানোই নাকি নিয়ম।

কেন এত দাম এই চায়ের জেনে নেওয়া যাক। এই চা এর পাতায় থাকে ক্যাফিন, থিওফিলিন, পলিফেনলস এবং ফ্ল্যাবনয়েড। যা শরীরের জন্য অত্যন্ত উপযোগী। এই চা পান নিয়মিত পান করলে ত্বকের জেল্লা এবং মসৃনতা দুই বাড়ে। এর সঙ্গে রয়েছে সুগন্ধ।

তবে পিছিয়ে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের তিয়েগুনিন চাঅ। এটিও বিশ্বের অন্যতম দামী চায়ের মধ্যে অন্যতম। এই চায়ের দাম প্রতি কিলো তিন হাজার মার্কিন ডলার। এই চা এত মূল্যবান হওয়ার কারণ, এর স্বাদ, সুগন্ধ এবং প্রস্তুত প্রণালী।

১৬৫০ সালে চিনেই প্রথম চায়ের আবিষ্কার হয়। ১৮০০ সালে ব্রিটিশদের হাত ধরে চা এই দেশে আসে।

কি ভাবছেন একবারকি  অর্ডার করেই দেখবেন নাকি বিশ্বের এই মহার্ঘ চা এর।