২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মীরের পীর পঞ্জল রেঞ্জে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ৫ জওয়ান, নিকেশ ২ জঙ্গি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার
  • / 33

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জঙ্গি ও সেনাবাহিনীর লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। সোমবার ভোর থেকে শুরু হয়েছে গুলির লড়াই। পীর পঞ্জল এলাকায়  দু-পক্ষের মধ্যে চলা গুলির লড়াইয়ে শহিদ ৫ জওয়ান। এর মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন। তবে সেনাবাহিনীর হাতে দুই জঙ্গি খতম হয়েছে। গত কয়েকদিন ধরেই জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত এলাকা।

সোমবার কাশ্মীরে পীর পঞ্জল রেঞ্জের কাছে সকাল থেকে গুলি বিনিময় চলে। জঙ্গিরা গুলি চালালে, পালটা গুলি চালায় সেনাবাহিনী। ঘটনায় হন ৫ জওয়ান।

আরও পড়ুন: মণিপুরে ধৃত ৭ কেএনএ জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্র

গোয়েন্দা ও সেনা সূত্রে খবর, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এলাকা ঘিরে রাখে তারা। জঙ্গিরাও সেনার উপস্থিতির কথা টের পেয়ে আচমকাই গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের চতুর্থ বর্ষপূর্তিতেও রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত ৩ সেনা জওয়ান

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, অভিযান চলাকালীন আচমকাই সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ৫ জওয়ান। এর মধ্যে ছিলেন জুনিয়র কমিশনড অফিসার।  সেনাবাহিনীর অনুমান, সুরানকোট মহকুমায় মোঘল রোডের কাছে যে জঙ্গল রয়েছে সেখান থেকেই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।

আরও পড়ুন: জঙ্গিদের গুলিতে রক্তাক্ত, লক্ষ্যে অবিচল থেকে কাশ্মীরে অসম লড়াই চালালো সেনাবাহিনীর কুকুর জুম

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কাশ্মীরের পীর পঞ্জল রেঞ্জে সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ৫ জওয়ান, নিকেশ ২ জঙ্গি

আপডেট : ১১ অক্টোবর ২০২১, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ  জঙ্গি ও সেনাবাহিনীর লড়াইয়ে ফের উত্তপ্ত উপত্যকা। সোমবার ভোর থেকে শুরু হয়েছে গুলির লড়াই। পীর পঞ্জল এলাকায়  দু-পক্ষের মধ্যে চলা গুলির লড়াইয়ে শহিদ ৫ জওয়ান। এর মধ্যে একজন সেনা অফিসার রয়েছেন। তবে সেনাবাহিনীর হাতে দুই জঙ্গি খতম হয়েছে। গত কয়েকদিন ধরেই জঙ্গি ও সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তপ্ত এলাকা।

সোমবার কাশ্মীরে পীর পঞ্জল রেঞ্জের কাছে সকাল থেকে গুলি বিনিময় চলে। জঙ্গিরা গুলি চালালে, পালটা গুলি চালায় সেনাবাহিনী। ঘটনায় হন ৫ জওয়ান।

আরও পড়ুন: মণিপুরে ধৃত ৭ কেএনএ জঙ্গি, উদ্ধার বিপুল অস্ত্র

গোয়েন্দা ও সেনা সূত্রে খবর, গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। এলাকা ঘিরে রাখে তারা। জঙ্গিরাও সেনার উপস্থিতির কথা টের পেয়ে আচমকাই গুলি চালাতে শুরু করে।

আরও পড়ুন: ৩৭০ ধারা বাতিলের চতুর্থ বর্ষপূর্তিতেও রক্তাক্ত কাশ্মীর, জঙ্গিদের গুলিতে নিহত ৩ সেনা জওয়ান

সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, অভিযান চলাকালীন আচমকাই সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়ে শহিদ হন ৫ জওয়ান। এর মধ্যে ছিলেন জুনিয়র কমিশনড অফিসার।  সেনাবাহিনীর অনুমান, সুরানকোট মহকুমায় মোঘল রোডের কাছে যে জঙ্গল রয়েছে সেখান থেকেই জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল।

আরও পড়ুন: জঙ্গিদের গুলিতে রক্তাক্ত, লক্ষ্যে অবিচল থেকে কাশ্মীরে অসম লড়াই চালালো সেনাবাহিনীর কুকুর জুম