ডানার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন, কলকাতায় শুরু বৃষ্টি

- আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, বুধবার
- / 112
সন্দীপ সাহা : ডানার প্রভাবে সকাল থেকেই কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের মুখ ভার। চলছে বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলি থেকে মানুষকে নিরাপদে সরানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনী। প্রস্তুত র্যাপিড অ্যাকশন ফোর্স।
বৃষ্টির মধ্যে শিয়ালদহ পূর্ব শাখায় রেললাইনে মেরামতির কাজ চলছে
বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। গতকালই সরকারি আধিকারিকদের ডানা মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পর্যটক শূন্য করা হচ্ছে দিঘা, সমস্ত হোটেল খালি করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত দিঘার সব হোটেলের বুকিং বাতিল।
আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ডানা। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ৫২০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বাংলাদেশের খেপুপুড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের এই ল্যান্ডফলের সম্ভাবনা ওড়িশার ভিতরকণিকার দিক থেকে ধামারার দিকে।
বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। বৃহস্পতিবার রাত ৮ থেকে শিয়ালদহ শাখায় বাতিল ১৯০ লোকাল ট্রেন। কাল রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল ট্রেন। বনগাঁ ও হাসনাবাদ শাখায় কাল রাত ৮ টা থেকে রেল পরিষেবা বন্ধ থাকবে।
কলকাতা ও দুই ২৪ পরগনায় বৃষ্টি শুরু হয়েছে। জলপথে উপকূলরক্ষী বাহিনী মোতায়েন রয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। হলদিয়ায় ফেরি চলাচল বন্ধ।
Read more: ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুত বাংলা-ওড়িশা, জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার
আতঙ্কে সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ। খোলা হয়েছে কন্ট্রোল রুম, প্রস্তুত ত্রাণ শিবির।