বিশ্বভারতীর এই প্রাক্তন ছাত্রকে দেশদ্রোহিতা আইনে গ্রেফতার করল পুলিশ

- আপডেট : ১৬ অক্টোবর ২০২১, শনিবার
- / 122
পুবের কলম ওয়েবডেস্ক : টিপু সুলতান ওরফে মুস্তফা কামালকে দেশদ্রোহিতা আইনে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। টিপু বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র। বুধবার শান্তিনিকেতনের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর আগেও এই টিপুকে মাওবাদী সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল।
বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র টিপুর বাড়ি শান্তিনিকেতন থানার গুরুপল্লি এলাকায়। স্থানীয় সূত্রের জানা গিয়েছে, বুধবার ভোররাতে টিপুকে সেই বাড়ি থেকেই গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। প্রথমে নিয়ে যায় শান্তিনিকেতন থানায়। সেখান থেকে বুধবার সন্ধ্যায় ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয়।
২০১৯ এ পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মাওবাদী-যোগ সন্দেহে টিপুকে গ্রেফতার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে শান্তিনিকেতনেই ছিলেন তিনি। ইতিমধ্যে শান্তিনিকেতন থানার তরফে গ্রেফতারির কথা নোটিস পাঠিয়ে টিপুর বাবা শেখ কামালউদ্দিনকে জানানো হয়েছে।
দেশদ্রোহিতা আইন চালু ছিল সেই ব্রিটিশ জমানা থেকে।বহু স্বাধীনতা সংগ্রামীকে কেবল ইউএপিএ আইন দিয়ে কারাবন্দি হয়েছিল। কেবল ব্রিটিশ রাজের মর্জি মোতাবেক বহু স্বাধীনতা সংগ্রামী বিনা অপরাধে এবং বিনা বিচারে আজীবন কারাগারে বন্দি থেকেছে।
দেশদ্রোহিতা আইনে বহুবার মুসলিমদের হেনস্থা করা হয়েছে। কংগ্রেস জমানায় যা শুরু হয়েছিল বিজেপি জমানায় তা মারাত্মক রূপ নেয়।গেরুয়া রাজনৈতিক দলের সমালোচনা করার জন্যেও পুলিশ অবলীলায় লাগিয়ে দিয়েছে ইউএপিএ।আজও যোগী রাজ্যে এই ইউএপিএ দিয়ে মুসলিম যুবকদের ভয় দেখানোর সেই পুরোনো ফর্মুলা জারি আছে।
আরও খবর পড়ুনঃ
- র্যান্টাক জিনট্যাক অ্যাসিলকে ক্যানসারের উপাদান খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রের
- বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে
- ড. মুমতাজ নাইয়ারের হাত ধরে বিশ্ব ভ্যাকসিন গবেষণায় এক ভারতীয় অধ্যায়ের সূচনা
- গাজিয়াবাদে ভুয়ো দূতাবাস খুলে গ্রেফতার হর্ষবর্ধন জৈন
- চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম