পুবের কলম ওয়েবডেস্কঃ চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, দ্রুত সুস্থ হয়ে উঠছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিন চার দিনের মধ্যে তাঁকে ছুটি দেওয়ার কথা ভাববেন চিকিৎসকরা। এমনটাই জানা যাচ্ছে সংবাদসংস্থা সূত্রে।
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এই মুহূর্তে তিনি অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্স বা এইমসে চিকিৎসাধীন। চলতি বছরের এপ্রিলেই তিনি করোনায় আক্রান্ত। সেই ধাক্কা সামলে উঠতে না উঠতেই ডেঙ্গিতে আক্রান্ত হলেন তিনি।
চিকিৎসকরা জানাচ্ছেন ডেঙ্গি হলে সাধারণত রক্তে অনুচক্রিকার পরিমাণ খুব কমে যায়, তবে দেখা যাচ্ছে মনমোহন সিং এর রক্তে অনুচক্রিকার পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। কিন্তু তাঁর উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যা আছে। যেটা এখনও ভাবাচ্ছে চিকিৎসকদের। ৮৯ বছর বয়সী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বার্ধক্যজনিত সমস্যাও আছে। তাই সবদিক বিবেচনা করে তবেই মনমোহন কে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা।
আরও খবর পড়ুনঃ
- আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, চাঞ্চল্য এএমইউ জুড়ে
- আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষককে গুলি করে খুন, চাঞ্চল্য এএমইউ জুড়ে
- গুজরাত রেলওয়ের পরীক্ষা কেন্দ্রে হিজাব খুলে ফেলার অভিযোগ মুসলিম মহিলার
- বিজেপির রাজ্যে ‘বেটি বাঁচাও’-এর এটাই বাস্তব চিত্র: সেঙ্গারের জামিন নিয়ে তোপ অভিষেকের
- ওডিশায় এনকাউন্টারে খতম শীর্ষ মাও নেতা, দ্বিতীয় এনকাউন্টারে নিহত আরও ৪ সদস্য





























