ভেস্তে যেতে পারে ইসরাইল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি!

- আপডেট : ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার
- / 52
পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ যেতে না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইহুদি সেনাবাহিনী। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে হামলা চালিয়েছে তারা। সংশ্লিষ্ট ঘটনায় অন্তত ১১ জন শহিদ হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহই প্রথম ইসরাইলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আইডিএফের। ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লাহ। তারা বলেছে, আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমেই ইসরাইলই প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরাইলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।