০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চার আসনে উপনির্বাচনের ঠিক আগে বিপুল আগ্নেয়াস্ত্র সহ এসটিএফের হাতে ধৃত ৬

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার
  • / 46

নসিবুদ্দিন সরকার– হুগলি­ ডানকুনি টোল-প্লাজার কাছে একটি বাস থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ ও রাজ্য পুলিশের আধিকারিকরা। গ্রেফতার করা হয় তিনজন অস্ত্র পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে– বিহারের ধানবাদ থেকে কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের মধ্যে ৩ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র  নিয়ে কলকাতার দিকে আসছিল।

 এসটিএফের আধিকারিকরা গোপন সূত্রে এই খবর পেয়ে ডানকুনি থানার সহযোগিতায় ডানকুনি টোল-প্লাজার কাছে ওঁতপেতে থাকে। সোমবার বাসটি ডানকুনি টোল-প্লাজার কাছে কাছে আসা মাত্রই এসটিএফের আধিকারিক ও ডানকুনি থানা পুলিশ বাসটি আটকায়।

আরও পড়ুন: দিল্লির ব্যবসায়ীর বাড়িতে আইটি হানায় উদ্ধার বিপুল টাকা, বাজেয়াপ্ত ৬০ কোটির গাড়িও

তল্লাশি চালিয়ে বাস থেকে পুলিশ ৪০টি ৯ এমএম–৭ এমএম পিস্তল ও ওয়ান শাটার উদ্ধার করে। আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন মহিলা। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতরা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

আরও পড়ুন: ২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!

রাজ্যে কয়েকটি আসনের উপনির্বাচনের মুখে একসঙ্গে এত আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি তদন্তকারী আধিকারিকদের উদ্বেগ বাড়িয়েছে। পাচারকারীরা কোথায় ও কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল– তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এসটিএফের আধিকারিকরা ( প্রতীকী)

আরও পড়ুন: বিবিসির দিল্লি-মুম্বইয়ের অফিসে আয়কর হানা, কর্মীদের ফোন বাজেয়াপ্ত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চার আসনে উপনির্বাচনের ঠিক আগে বিপুল আগ্নেয়াস্ত্র সহ এসটিএফের হাতে ধৃত ৬

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার

নসিবুদ্দিন সরকার– হুগলি­ ডানকুনি টোল-প্লাজার কাছে একটি বাস থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করল এসটিএফ ও রাজ্য পুলিশের আধিকারিকরা। গ্রেফতার করা হয় তিনজন অস্ত্র পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে– বিহারের ধানবাদ থেকে কলকাতাগামী একটি দূরপাল্লার বাসের মধ্যে ৩ দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র  নিয়ে কলকাতার দিকে আসছিল।

 এসটিএফের আধিকারিকরা গোপন সূত্রে এই খবর পেয়ে ডানকুনি থানার সহযোগিতায় ডানকুনি টোল-প্লাজার কাছে ওঁতপেতে থাকে। সোমবার বাসটি ডানকুনি টোল-প্লাজার কাছে কাছে আসা মাত্রই এসটিএফের আধিকারিক ও ডানকুনি থানা পুলিশ বাসটি আটকায়।

আরও পড়ুন: দিল্লির ব্যবসায়ীর বাড়িতে আইটি হানায় উদ্ধার বিপুল টাকা, বাজেয়াপ্ত ৬০ কোটির গাড়িও

তল্লাশি চালিয়ে বাস থেকে পুলিশ ৪০টি ৯ এমএম–৭ এমএম পিস্তল ও ওয়ান শাটার উদ্ধার করে। আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে একজন মহিলা। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতরা সকলেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা।

আরও পড়ুন: ২ প্রার্থীরই জামানত জব্দ, ‘ভোটকাটুয়া’ বদনাম ঘুচল মিমের!

রাজ্যে কয়েকটি আসনের উপনির্বাচনের মুখে একসঙ্গে এত আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি তদন্তকারী আধিকারিকদের উদ্বেগ বাড়িয়েছে। পাচারকারীরা কোথায় ও কী উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল– তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে এসটিএফের আধিকারিকরা ( প্রতীকী)

আরও পড়ুন: বিবিসির দিল্লি-মুম্বইয়ের অফিসে আয়কর হানা, কর্মীদের ফোন বাজেয়াপ্ত